নবদেশ অনলাইন ডেস্ক
এক দল সশস্ত্র সন্ত্রাসী ব্যাংকের টাকা, নিরাপত্তারক্ষীদের অস্ত্র ছিনিয়ে নিয়ে গেছে।
বান্দরবানের রুমা উপজেলায় সশস্ত্র সন্ত্রাসীরা সোনালী ব্যাংক থেকে ১ কোটি ৫৯ লাখ টাকা ও আনসার সদস্যদের ১৪টি অস্ত্র লুট করেছে। এ সময় ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকেও তুলে নিয়ে গেছে তারা।
রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দিদারুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। আজ মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রাত ৯টার দিকে রুমা উপজেলায় লোডশেডিংয়ের সময় সশস্ত্র সন্ত্রাসীরা সোনালী ব্যাংকের গ্রিল ভেঙে প্রবেশ করে। এ সময় অস্ত্রের মুখে ১ কোটি ৫৯ লাখ টাকা লুট করে। ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের মারধর করে ১৪টি অস্ত্র ছিনিয়ে নেয়। টাকাগুলো আজ বান্দরবান সদর থেকে সোনালী ব্যাংকের রুমা শাখায় পাঠানো হয়েছিল।
এক দল সশস্ত্র সন্ত্রাসী ব্যাংকের টাকা, নিরাপত্তারক্ষীদের অস্ত্র ছিনিয়ে নিয়ে গেছে। ছবি: সংগৃহীত
এক দল সশস্ত্র সন্ত্রাসী ব্যাংকের টাকা, নিরাপত্তারক্ষীদের অস্ত্র ছিনিয়ে নিয়ে গেছে। ছবি: সংগৃহীত
আরও জানা গেছে, সন্ত্রাসীরা উপজেলা মসজিদ ঘেরাও করে মসুল্লিদের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসীরা এ কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে।
এ দিকে এই ঘটনার পর সেনাবাহিনীর সদস্য ও পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে, এলাকায় আতঙ্ক বিরাজ করায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত