কুড়িগ্রামে ২৬২ বোতল ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক কারবারি শাহিন’কে গ্রেফতার করেছে পুলিশ
কুড়িগ্রাম জেলার রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম অদ্য ২৩ মার্চ ২০২৪ দুপুর আনুমানিক ১৩.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ছদ্মবেশে দিনমজুর সেজে অভিযান পরিচালনা করে রৌমারী উপজেলা পরিষদের সামনে সিএনজি স্ট্যান্ড থেকে কিশোরগঞ্জ জেলার কাটিয়াদি থানাধীন জেলার সুলতানপুর এলাকার কুখ্যাত মাদক কারবারি মোঃ শাহিন মিয়া (২০)’কে ২৬২ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ
একজন পুলিশ বাহিনী সে যেখানেই থাকুক না কেন, মানুষ যদি কোন বিপদে পড়ে তাহলে তারা সেখানে উপস্থিত হয়ে যায়। সব পুলিশদের পোশাক থাকে একরকম যাতে বুঝা যায় তারা পুলিশ বাহিনীর সেনা। আমাদের মাঝে এমন অনেক মানুষ রয়েছে যারা পুলিশকে ভয় পায়। পুলিশকে ভয় পাওয়ার কিছু নেই যদি কোন অপরাধ দেখেন তাহলে পুলিশকে খবর দেন।