যশোর শহর ও আশপাশ থেকে ইজিবাইক চুরি সংঘটনের সাথে জড়িত ২ সদস্যসহ গ্রেফতার-৩, ৭টি চোরাই ইজিবাইক উদ্ধার।
ঘটনা ও গ্রেফতারের বিবরণঃ
জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় ডিবির ওসি রুপন কুমার সরকার, পিপিএম (বার) এর তত্ত্বাবধানে ডিবি’র এলআইসি টিম জেলায় সংঘটিত বিভিন্ন চুরি, ডাকাতি, অপহরণ, হত্যার রহস্য উদঘাটনসহ অবৈধ অস্ত্রগুলি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
তারই ধারাবাহিকতায় গত ইং ১৫/০৩/২০২৪ তারিখ ১৩.০০ ঘটিকার সময় শহরের খালদার রোড থেকে জনৈক জামাল হোসেন এর ইজিবাইক ভাড়া করে ২ জন অজ্ঞাত ব্যক্তি কৌশলে চুরি করে নিয়ে যায়। একইরুপে যশোর শহর থেকে একাধিক ইজিবাইক চুরির ঘটনা তদন্তে নেমে ডিবি’র এসআই মফিজুল ইসলাম, পিপিএম শহরের বিভিন্ন পয়েন্ট থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চোরদের সনাক্ত করে একটি চৌকশ টিম ইং ২২/০৩/২০২৪ তারিখ বিকাল ১৭.৩০ ঘটিকার সময় শহরের উপ-শহর এ ব্লক এলাকা হতে প্রাইভেটকারসহ চোর চক্রের ২ সদস্য কে গ্রেফতার করে তাদের স্বীকারোক্তি মতে গোপালগঞ্জ সদর থানাধীন আড়ুয়া কংশুক এলাকায় অভিযান পরিচালনা করে একটি গ্যারেজ থেকে চুরি যাওয়া ০৭টি ইজিবাইক উদ্ধার ও গ্যারেজ মালিককে গ্রেফতার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আসামীদের পিসি/পিআর যাচাই করে জানা যায়, আসামীরা তাদের পলাতক সহযোগীদের নিয়ে দেশে বিভিন্ন জেলায় ইজিবাইক চুরি/ছিনতাই করে থাকে। গ্রেফতারকৃত আসামী সেলিমের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ০৮টি চুরি মামলা, খোকনের বিরুদ্ধে ০১টি মাদক মামলা এছাড়াও পলাতক সানু মেম্বার ব্যক্তি অফিসার সাজে তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ০৬টি চুরি/ছিনতাই মামলা রয়েছে।
আসামীর তথ্যঃ
১। মোঃ সেলিম শেখ @ হৃদয় (৩৮), পিতা- মোঃ বুলু শেখ, মাতা-মিনারা বেগম স্থায়ী সাং-কলাবাড়ীয়া, থানা-নড়াগাতি, জেলা-নড়াইল বর্তমান ঠিকানা- ঘোষের চর উত্তরপাড়া, থানা-গোপালগঞ্জ সদর, জেলা-গোপালগঞ্জ ২। খোকন ঠাকুর (৪৫), পিতা- হিরু মিয়া, মাতা- মৃত আরজু বেগম, সাং- ঘোষের চর উত্তরপাড়া, থানা-গোপালগঞ্জ সদর, জেলা-গোপালগঞ্জ ৩। মোঃ মেজবাহ উদ্দিন (৩৭), পিতা- মৃত আব্দুর রহমান সরদার, মাতা-মমতাজ খাতুন, সাং- আড়ুয়া কংশুক, থানা- গোপালগঞ্জ সদর, জেলা- গোপালগঞ্জ।
উদ্ধারকৃত আলামতঃ
১। ১টি প্রাইভেটকার।
২। ০৩টি মোবাইল।
৩। ০৭টি চোরাই ইজিবাইক।
“বাংলাদেশ পুলিশের শপথ-দেশের মানুষকে রাখবো নিরাপদ,সত্য উদঘাটনে বদ্ধ পরিকর, যশোর জেলা পুলিশ”
ধন্যবাদান্তে-
পুলিশ সুপার, যশোর।