জামালপুর জেলার সদর থানাধীন বাগানবাড়ী মোড় এলাকা হতে ভারতীয় নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প।*
১। র্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষ ভাবে প্রশংসিত হয়েছে। র্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন হত্যা সংক্রান্ত অপরাধ কর্মকান্ড দমনের লক্ষ্যে র্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে হত্যার মত জঘন্য কাজ থেকে সমাজ তথা দেশকে বাঁচাতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
২। এখানে উল্লেখ্য যে, অদ্য ২২ মার্চ ২০২৪ ইং তারিখ ১২.৩০ ঘটিকার সময় র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর আবরার ফয়সাল সাদী এর নেতৃত্বে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল জামালপুর জেলার সদর থানাধীন বাগানবাড়ী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ধৃত আসামী মাহামুদ হাসান @ মামুন (৪৭), পিতা-মৃত নুরুল ইসলাম, মাতা-মাহমুদা বেগম, সাং-হাটচন্দা (জামালপুর পৌরসভার ১০নং ওয়ার্ড), থানা-জামালপুর সদর, জেলা-জামালপুকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এসময় তার হেফাজত হইতে উদ্ধারকৃত ৪৭০ (চারশত সত্তর) পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ০১টি মোবাইল ফোন (সিমসহ) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ভারতীয় নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এর অনুমানিক মূল্য ২৩,৫০০/- (তেইশ হাজার পাঁচশত টাকা)।
৩। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
৪। উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে জামালপুর জেলার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত