কুষ্টিয়ায় বন্ধকী জমিতে ভুট্টা চাষের আড়ালে গাঁজা চাষ করায় একজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২২ মার্চ) জেলার ইবি থানাধীন উজানগ্রাম ইউনিয়নের মাধপুর গ্রামে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এসময় চাষকৃত ছয়টি গাঁজা গাছ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম ইসরাফিল ইসলাম। তিনি ইবি থানাধীন উজানগ্রাম ইউনিয়নের মাধপুর গ্রামের হোসেন আলীর ছেলে।
জানা যায়, উদ্ধারকৃত গাঁজা গাছগুলো মাঝারি আকৃতির। যার উচ্চতা গড় ৬ ফুট, ডালপালাসহ ওজন ১ কেজি ২০০ গ্রাম এবং আনুমানিক মূল্য ২০ হাজার টাকা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে গ্রেফতারকৃত আসামী বন্ধক স্বত্ব জমিতে ভুট্টা চাষের আড়ালে ক্ষেতের পশ্চিম পার্শ্বে গাঁজা গাছ রোপন করে চাষবাদ করছেন। এমন সংবাদের ভিত্তিতে ইবি থানাধীন হরিনারায়ণ পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মোঃ ইউসুফ আলী শাহীন ও তার সঙ্গীয় ফোর্স উক্ত অভিযান পরিচালনা করে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৮(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত