কুষ্টিয়ায় ভুট্টা ক্ষেতের আড়ালে গাঁজা চাষ করেছিলেন এক চাষী। জেলার সদর উপজেলার ইবি থানাধীন বারইপাড়া এলাকার চাষী হান্নান শেখ তার ভুট্টো ক্ষেতের আড়ালে সাতটি গাজার গাছ রোপন করে চাষ করছিলেন। যা মাঝারি আকার ধারণ করে উচ্চতা হয়েছিল গড়ে ৬ ফুট।
গোপন সূত্র ধরে এ তথ্য পেয়েছিলেন পুলিশ। পরে সোমবার (০৪ মার্চ) ভোররাতে একটি মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজা চাষীকে গ্রেফতার ও গাঁজার গাছ উদ্ধার করেছে ইবি থানা পুলিশ।
উক্ত মাদক বিরোধী বিশেষ অভিযানের নেতৃত্ব দেন ইবি থানার এসআই (নিঃ) কাজী মেহেদী হাসান। তার সাথে ছিলেন ইবি থানাধীন হরিনারায়ণপুর ক্যাম্পের এসআই (নিঃ) মোঃ ইউসুফ আলী শাহীন, এসআই (নিঃ) কাজল কুমার রায়সহ দুইজন কনস্টেবল।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, পুলিশের অভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছালে তাঁদের দেখে গাঁজা চাষী হান্নান শেখ পালানোর চেষ্টা করে। সেসময় গাঁজা চাষীকে কৌশলে পুলিশের অভিযানিক দল ধরে ফেলে। পরে আসামী পুলিশকে তার চাষকৃত গাঁজার ক্ষেতে নিয়ে যান। পুলিশ সকলের সামনে ভুট্টা ক্ষেতে থাকা ৭টি গাঁজার গাছ উদ্ধার করে।
গ্রেফতারকৃত গাঁজা চাষী মোঃ হান্নান শেখ বারইপাড়া মল্লিকপারা গ্রামের মোঃ কুদ্দুস আলীর ছেলে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১৮(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।