কুষ্টিয়ার দৌলতপুরে র্যাবের মাদক বিরোধী অভিযানে ১৯৩৬ বোতল ফেন্সিডিল, একটি বিদেশী পিস্তল ও আট রাউন্ড গুলিসহ এক মাদক সম্রাজ্ঞীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলার চিলমারী ইউনিয়নের খাজিরাথাক গ্রাম থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক সম্রাজ্ঞীর নাম মোছাঃ শেফালী খাতুন(৫০)। তিনি উপজেলার চিলমারীর ইউনিয়নের খাজিরাথাক গ্রামের মোঃ ওমর ব্যাপারির সহধর্মিণী।
এছাড়াও গ্রেফতারকৃত ব্যক্তির নিকট থেকে দুইটি হাসুয়া ও মাদক বিক্রির নগদ নিরানব্বই হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য আনুমানিক ৫৮,০৮,০০০ টাকা বলে জানা যায়।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়ার কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার বিএন, এম আবুল হাসেম সুমন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, র্যাব-১২ সিরাজগঞ্জের অধিনায়ক মোঃ মারুফ হোসেন বিপিএম পিপিএম এর দিকনির্দেশনায় র্যাব-১২ এর সিপিসি-১ কুষ্টিয়া কোম্পানির একটি চৌকস অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সফল হয়।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, তার দীর্ঘদিন যাবৎ পারিবারিকভাবে মাদক ব্যবসা চালিয়ে আসছে এবং মাদক ব্যবসার কাজে দেশীয় অস্ত্রের পাশাপাশি বিদেশী আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আসছে। উক্ত আসামী কুষ্টিয়া, পাবনা এবং রাজশাহী জেলার বিভিন্ন থানা এলাকায় অভিনব কায়দায় মাদক বিক্রি করতেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত