হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামী রফিকুল@অফিয়াল’কে মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১০।*
হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী রফিকুল
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জ*ঙ্গী, সন্ত্রাসী, সংঘব*দ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
র্যাব-১২ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে জোরালো তৎপরতা অব্যাহত রেখেছে।
গতকাল ২২ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক বিকাল ০৪:০৫ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানাধীন সোনারং এলাকা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে কুড়িগ্রাম জেলার উলিপুর থানার মামলা নং-০৯, তারিখঃ ১০/০৮/২০০৮ ইং, জিআর নং-১২৭/২০০৮ (উলিপুর), দায়রা নং-৯১/২০১১, ধারাঃ ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০; মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামী মোঃ রফিকুল ইসলাম @ অফিয়াল (৫৩), পিতা-মৃত রজব আলী, সাং-পত্র নবিশ, থানা-উলিপুর, জেলা-কুড়িগ্রাম’কে গ্রেফতার করে।