চট্টগ্রামের আন্ত: জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ও ডাকাতি প্রস্তুতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী এবং দীর্ঘদিন পলাতক নবির হোসেন ওরফে নবির ডাকাত’কে কক্সবাজার পৌর শহরের গুনগাছতলা এলাকা থেকে র্যাব-১৫ কর্তৃক গ্রেফতার
ডাকাতি প্রস্তুতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী
র্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকার অপরাধ নির্মূলে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে। দায়িত্বাধীন এলাকা কক্সবাজার ও বান্দরবান জেলায় হত্যা, ধর্ষণ, জঙ্গী, অবৈধ অস্ত্র উদ্ধার, জলদস্যু, ডাকাতি, চুরি-ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক, অপহরণ ও দেশে বিরাজমান নানাবিধ অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সাথে এ সকল অপরাধে দায়েরকৃত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করছে।
কক্সবাজারের রামু থানার মামলা নং-৪৬, তারিখ-২৫/০৭/২০, জিআর-২৯৯/২০ (রামু), ধারা- ৩৯৯/৪০২ দন্ডবিধি মোতাবেক ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ নবীর হোসেন প্রকাশ নবী হোছন’কে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১৫, কক্সবাজার এর গোয়েন্দা তৎপরতা চলমান থাকে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বর্ণিত ওয়ারেন্টভুক্ত আসামী কক্সবাজার জেলার সদর থানাধীন পৌরসভাস্থ গুমগাছতলা এলাকায় আত্মগোপনে অবস্থান করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে গত ২২/০২/২০২৪ তারিখ অনুমান ১৭.৩০ ঘটিকার সময় র্যাবের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ নবীর হোসেন প্রকাশ নবী হোছন (৩২), পিতা-কাশেম ওরফে বার্মাইয়া কাছিম, সাং-সমিতি পাড়া, ০১নং ওয়ার্ড, নাজুর গলি (দেলোয়ার মিস্ত্রির ভাড়ীর ভাড়াটিয়া), কক্সবাজার পৌরসভা, থানা-সদর, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ নবীর হোসেন প্রকাশ নবী হোছন চট্টগ্রামের আন্ত: জেলা ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। ডাকাতি প্রস্তুতি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী হওয়ায় সে দীর্ঘদিন যাবত পলাতক রয়েছিল এবং আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করে আসছিল বলে জানায়।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
—–ধন্যবাদ—–