র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে পণ্যবাহী ট্রাক হতে অবৈধভাবে চাঁদা উত্তোলনের সময় হাতেনাতে ০১ জন চাঁদাবাজ আসামি গ্রেফতার হয়েছে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে, কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন নওদাপাড়া গ্রামের পাকা রাস্তার উপর বিভিন্ন ট্রাক হতে অবৈধভাবে চাঁদা আদায় করছে। সেই মোতাবেক গত ১০ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ বিকাল ০৫.৪০ ঘটিকায় র্যাব-১২’র সিপিসি-১, কুষ্টিয়া কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল “কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন নওদাপাড়া গ্রামের পাঁকা রাস্তার উপর” অভিযান পরিচালনা করে অবৈভভাবে চাঁদা আদায় করা অবস্থায় মোঃ আব্দুল মোমীন (২৮), পিতা-মোঃ সিরাজুল হক, সাং-পূর্ব ভেড়ামারা, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়া এর নিকট হতে চাঁদা আদায়ের নগদ ৬,৩০০/-টাকা এবং ০২টি টর্চ লাইট সহ গ্রেফতার করতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে কুষ্টিয়া জেলার বিভিন্ন থানা এলাকায় লাইট, বাসের লাঠি ইত্যাদি দিয়ে পণ্যবাহী পরিবহন থামিয়ে ড্রাইভার ও হেলপারদের নিকট হতে চাঁদা আদায় করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চাঁদাবাজি আইনে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত