পিরোজপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক গণধর্ষণ, প্রধান আসামী গ্রেফতার
ডেস্ক রিপোর্ট।
পিরোজপুরের নেছারাবাদ থানার চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামী মো: আল-আমিন শেখ মুন্না (৩৫)কে মামলার ৭২ ঘণ্টার মধ্যে র্যাব-৮,বরিশাল কর্তৃক গ্রেফতার হয়েছে ।
উল্লেখ্য যে, গত ০২/০২/২০২৪ তারিখ রাত অনুমান ১০:৩০ ঘটিকায় নেছারাবাদ থানাধীন জলাবাড়ি ইউনিয়নের বাবুর বাড়ির সংলগ্ন রুবেলের মুরগির খামারে ফাঁকা ঘরে আসামিগণ জোরপূর্বক ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে গণধর্ষণ করেন। পরবর্তীতে ভিকটিমের মা বাদী হয়ে পিরোজপুর জেলার নেছারাবাদ থানায় দন্ড বিধির আইনে ৯(৩)নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০(সংশোধিত ২০২০);গণধর্ষণ করার অপরাধ, একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-০২, তারিখ: ০৪ ফেব্রুয়ারি ২০২৪ইং।
উক্ত গণধর্ষণের সাথে জড়িত ব্যক্তিরা আইন শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে নিজ এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। ঘটনাটি এলাকায় ভীতি সঞ্চার ও চাঞ্চল্য সৃষ্টি করে। তখন থেকেই উক্ত ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে র্যাব-৮ (সিপিএসসি ক্যাম্প) গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং ছায়াতদন্ত শুরু করে। র্যাব-৮,সিপিএসসি কোম্পানী বিশেষ গোয়েন্দা নজরদারি ও আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামীর অবস্থান সনাক্ত করে বরিশাল জেলার কোতোয়ালি থানাধীন চরকাওয়া এলাকা হতে আসামিকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উল্লেখিত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পিরোজপুর জেলার নেছারাবাদ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
এই নেক্কার জনক গণধর্ষণ মামলার মূল আসামী র্যাবের হাতে আটক হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত