কক্সবাজার সদর থানাধীন কুলিয়াপাড়া, টেকনাফ থানাধীন লম্বাবিল, চট্টগ্রাম সাতকানিয়া থানাধীন বটতলী থেকে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত তিনজন পলাতক আসামী র্যাব-১৫ কর্তৃক গ্রেফতার হয়েছে।
র্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকার অপরাধ নির্মূলে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে। দায়িত্বাধীন এলাকা কক্সবাজার ও বান্দরবান জেলায় হত্যা, ধর্ষণ, জঙ্গী, অবৈধ অস্ত্র উদ্ধার, জলদস্যু, ডাকাত, চুরি-ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক, অপহরণ ও দেশে বিরাজমান নানাবিধ অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সাথে এ সকল অপরাধে দায়েরকৃত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় কক্সবাজার রামু থানার জিআর নং-৩২১/২৩, প্রসেস নং-৫৯৫৭/২৩, ধারা-৬৬/৯৮/১০৫, সড়ক পরিবহন আইন ২০১৮ মোতাবেক দায়েরকৃত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ঘাতক ড্রাইভার কাজল’কে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১৫, কক্সবাজার এর গোয়েন্দা তৎপরতা চলমান থাকে। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে গত ০৭ ফেব্রুয়ারী ২০২৪ তারিখ অনুমান ২০.৪৫ ঘটিকার সময় র্যাব-১৫, সদর ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার সদর থানাধীন কুলিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বর্ণিত মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মো: লুৎফর রহমান কাজল(২১), পিতা-উকিল আহমদ, সাং-কুলিয়াপাড়া, ৯নং ওয়ার্ড, কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করতে সক্ষম হয়। অন্যদিকে কক্সবাজার জেলার টেকনাফ থানার সিআর নং-১০১/১৯, ওয়ারেন্ট নং-১৩/২২, তাং-১০/০১/২২, এনআই এ্যাক্টের ১৩৮ ধারা মোতাবেক সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামী কক্সবাজার টেকনাফ থানাধীন লম্বাবিল এলাকায় আত্নগোপনে অবস্থান করছে মর্মে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ০৭ ফেব্রুয়ারী ২০২৪ তারিখ অনুমান ১৭.২০ ঘটিকার সময় পৃথক অভিযানে র্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল বর্ণিত মামলার পলাতক আকতার হোসেন(৩০), পিতা-মীর কাশেম, সাং-লম্বাবিল, হোয়াইক্যং ইউনিয়ন, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করতে সক্ষম হয়। আরও একটি পৃথক অভিযানে র্যাব-১৫, সিপিসি-৩, বান্দরবান ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল চট্টগ্রাম জেলার সাতকানিয়া সদর থানার মামলা নং-২৫(০৯)/১৬, জিআর নং-৩৩১/২০১৬, পেনাল কোড ১৮৬০ কোড মোতাবেক দেড় বছর সশ্রম কারাদন্ডসহ ১০০০টাকা অর্থদন্ডে দন্ডিত অনাদায়ে আরো ১মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত দীর্ঘদিন যাবত পলাতক আসামী মো: সিরাজ(৫৫), পিতা-মৃত গোলাম নবী, সাং-বাজালিয়া (উত্তরপাড়া), ০৬নং ওয়ার্ড, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম’কে সাতকানিয়া থানাধীন বটতলী এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীদের সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত