প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় অপহরণ, আসামী গ্রেফতার
র্যাব-৮, সিপিএসসি, বরিশাল ক্যাম্প এবং র্যাব-৪, ঢাকা, সিপিসি-২ কর্তৃক যৌথ অভিযান পরিচালনা করে ঢাকা জেলার সাভার থানাধীন এলাকা হতে বরিশাল মহানগরের কোতয়ালী থানার অপহরণ মামলার এজাহার নামীয় প্রধান অপহরণকারী ০১ জন আসামী গ্রেফতার এবং অপহরণকৃত ০১জন ভিকটিম উদ্ধার।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী মোঃ কাইয়ুম হোসেন (২৮), ভিকটিম ফাবিয়া তাজরিন (১৭) আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণীতে অধ্যায়নরত। ভিকটিম কলেজে আসা-যাওয়ার পথে উক্ত আসামী দীর্ঘ দিন যাবৎ ভিকটিমকে পথে ঘাটে উত্যক্ত করাসহ নানাং হয়রানী করে ও নানা ভাবে ফুঁসলাইতে থাকে। ভিকটিমের প্রস্তাবে রাজি না হইলে আসামী অপহরণ করে নেওয়ার সুযোগ খুঁজতে থাকে। এরই ধামাবাহিকতায় ভিকটিম তাহার বান্ধবীর বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হইলে ২৩/১২/২০২৩খ্রিঃ তারিখ বিকাল অনুমান ০৪:০০ ঘটিকার সময় কোতয়ালী মডেল থানাধীন ১৭নং ওয়ার্ডস্থ ৭৩১-০০১ পূর্ব বগুড়া রোড়ে ভিকটিম বসত বাড়ীর সামনে বের হইলে আসামীদ্বয় বুদ্ধি ও পরামর্শে ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক অপহরন করে নিয়ে যায়। তারপর হতে আত্মীয় স্বজনরা মিলে বিভিন্ন জায়গায় খোজাখুজি করে কোন সন্ধান পায় না। পরবর্তীতে, ভিকটিমের পিতা বেলাল সুবাহানি(৫৭) বরিশাল মহানগরের কোতয়ালী থানায় একটি এজাহার দায়ের করে যার মামলা নং ৩৯, তারিখ-২৫/১১/২০২৩ ইং ধারা-৭/৩০, ২০০০ সালে নারী শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত ২০০৩)। পরবর্তীতে উল্লেখিত অপহরণ মামলার প্রধান আসামী এবং উদ্ধারকৃত ভিকটিম’কে ঢাকা জেলার সাভার থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়।