র্যাব-৮, সিপিএসসি, বরিশাল ক্যাম্প কর্তৃক অভিযান পরিচালনা করে পিরোজপুর জেলার সদর থানাধীন টোনা ইউনিয়ন এলাকা হতে পিরোজপুর সদর থানার গ্রাম পুলিশকে গুরুত্বর জখম,হত্যা চেষ্টা ও খুনের প্ররোচনা মামলার’ এজাহার নামীয় প্রধান ০১ জন আসামী গ্রেফতার।
ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম টোনা ইউনিয়নের তেজদাসকাঠী ০৪ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ, চেয়ারম্যানের মাধ্যমে গোপন সংবাদে জানিতে পারে যে, টোনা গ্রামের মৌয়াল খাল সংলগ্ন ১ নং আসামী রিয়াজুল রিয়াজ এর ঘরের পাশে পরিত্যাক্ত জায়গায় অজ্ঞতনামা আসামীরা উক্ত স্থানে বসিয়া মাদক সেবন করিতেছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে ইং ০৪/০২/২০২৪ তারিখ রাত অনুমান ১১.০০ ঘটিকার সময় ভিকটিম বেল্লাল বেপারী টর্চ লাইট যোগে ঘটনাস্থলে পৌছাইলে টর্চের আলোতে দেখতে পায় যে, উল্লেখিত আসামীরা মাদক সেবন করিতেছে। ভিকটিম মাদক সেবনের কারন জিজ্ঞাসাবাদ করলে আসামীদ্বয় ক্ষিপ্ত হয়ে হাতে থাকা রাম দাও দিয়া হত্যার উদ্দেশ্যে ভিকটিম আমিনুর ইসলাম এর মাথার উপর কোপ দেয়, উক্ত কোপ ভিকটিমের ডান হাত দিয়া ঠেকাইলে তার বৃদ্ধা আঙ্গুল ও শাহাদাত আঙ্গুলের মাঝখানে লাগিয়া গুরুত্বর রক্তাক্ত কাটা জখম হয়। অজ্ঞতনামা আসামীরা ভিকটিমের শরীরের বিভিন্নস্থানে এলোপাতাড়ীভাবে পিটাইয়া নীলা ফোলা জখম করে। ভিকটিমের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসে তখন আসামীরা খুন জখমের হুমকি দিয়া চলে য়ায়।পরবর্তীতে বিষয়টি চেয়ারম্যান সাহেবকে জানিয়ে ভিকটিম মোঃ আলী হোসেন (৪২) পিতা-মৃত: জোবেদ আলী শেখ, সাং তেজদাসকাঠী, ০৪ নং ওয়ার্ড, টোনা ইউ,পি, থানা ও জেলা পিরোজপুর বাদি হয়ে যার মামলা নং-৮/২৫ তারিখ- ৪ ফেব্রুয়ারি ২০২৪ ও ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৫০৬(২) বেআইনী জনতাবদ্ধে হত্যার উদ্ধেশ্যে মারপিট করিয়া সাধারন ও গুরুতর রক্তাক্ত কাটা জখম করতঃ খুন জখমের হুমকির অপরাধ ধারায় একটি মামলা দায়ের করেন।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত