র্যাব-৮, সিপিএসসি বরিশাল এর অভিযানে ঝালকাঠি জেলার নলছিটি থানাধীন সিদ্ধকাঠি এলাকা হতে ঝালকাঠি জেলার নলছিটি থানার চাঞ্চল্যকর শিশু হত্যার ক্লুলেস মামলার অন্যতম প্রধান ০১ (এক) জন আসামী গ্রেফতার হয়েছে।
ভিকটিমের বাবা মোঃ মোস্তফা হাওলাদার(৪০)বিগত ২০/০৫/২৩ ইং তারিখ তার স্ত্রী এবং শ্যালিকা শ্বশুর বাড়ীর বাসগৃহে অবস্থান করে। সেহেতু, তার স্ত্রী এবং শ্যালিকা তার নিজ মৃত পিতার শেষ ইচ্ছার বসত ঘর প্রশস্থসহ তা মেরামতের ব্যবহা যোগ্য করে। আসামীগন জানতে পেরে ঘর মেরামতের কাজ করতে বাধা সৃষ্টি করে এবং তোদের কি মরার ভয় নেই, ঘর করার আসা ছেড়ে দে, জানে বাচঁতে চাইলে এই বাড়ী এবং জায়গা ছেড়ে চলে যা, তা না হলে তোদেরকে মেরে ভিটা খালি করবো। নতুবা তোদের মেরে লাশ গুম করে ফেলব। তৎক্ষনাৎ আসামীদের চেচামেচিতে এবং তাদের অকথ্য গালিগালজ এবং হুমকির ভিত্তিতে স্থানীয় প্রতিবেশীরা এসে হাজির হলে তখন আসামীগন আসামীরা চলে যায়। বিগত ২১/০৫/২৩ ইং তারিখ বিকাল ৪:০০ ঘটিকার সময় তার স্ত্রী সন্তান ও শ্যালিকা এবং তার ছেলে আয়নকে নিয়ে জলিল মেম্বারের বসত বাড়ীর সিঁড়ির ভিতরে বসে বিশ্রাম নেওয়ার পাশাপাশি পরস্পর কুশলাদি বিন্নিয় করছিল। হঠাৎ করে আসামীগণ আমার স্ত্রী ও শ্যালিকাসহ তার ছেলের উপর আক্রমন করে। একপর্যায় আসামী রাবিক তার স্ত্রীর কোলে থাকা একমাত্র পুত্র মোনায়েম (১৮ মাস)কে ছিনিয়ে নিয়ে তাকে ডোবার দিকে ছুড়ে মারে। তার স্ত্রী পুত্র সন্তানকে রক্ষা করতে গেলে তৎক্ষনাৎ লাথি মেরে ডোকার এক কর্নারে ফেলে দেয় ফলে তার স্ত্রী অচেতন অবস্থায় পরে থাকে। পরবর্তীতে তাদের ডাক চিৎকারে স্হানীয় প্রতিবেশীদের এগিয়ে আসলে আসামীগণ শুকৌশলে দৌড়ে পালিয়ে যায়। তাদের পালিয়ে যাওয়ার পর সাক্ষী চুড়া ও খলিফা তাৎক্ষনাৎ তার পুত্র মোনায়েম (১৮ মাস)কে ডোবার মধ্যে অচেতন এবং ক্ষতবিক্ষত অবস্হায় তুলে নিয়ে আসে। পরবর্তীতে হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা দিলে তখন জানতে পারে যে তার পুত্র মৃত্যুবরন করেছে।উল্লেখ্য যে, বিজ্ঞ আদালতে নালিশী আকারে ২২/০৫/২৩ ইং তারিখ ১৭৪ ধারায় অপমৃত্যুর মামলা নং ০৬, তারিখঃ ২২/০৫/২০২৩ইং দায়ের করা হয়। পরবর্তীতে বিজ্ঞ আদালতে অনুমতিক্রমে ঝালকাঠি জেলার নলছিটি থানায় ধারায়-৩০২ পেনাল কোড, শিশু হত্যা করার অপরাধ একটি নিয়মিত মামলা দায়ের করেন। উল্লেখিত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঝালকাঠি জেলার নলছিটি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত