‘‘কুমিল্লা ঈদগাহ মোড়ে কিশোর অপরাধীদের রতন গ্রুপ এবং ঈগল গ্রুপের মধ্যে সংঘর্ষঃ ১০টি দেশীয় অস্ত্র ও ০৯টি ককটেলসহ ১৬ জন কিশোর অপরাধী গ্রেফতার হয়েছে।’’
গত ০২/০২/২০২৪খ্রি. তারিখ অনুমান ১৬.৫০ ঘটিকায় ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দের জেরে কিশোর গ্যাং এর ঈগল গ্রুপ ও রতন গ্রুপের সদস্যরা নিজেদের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে এবং ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে ছোটরা সাকিনের সেন্ট মাইকেল কিন্ডারগার্টেন স্কুলের দক্ষিণ পাশে রাস্তার উপর সমবেত হয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এই সময় উভয় পক্ষের বেশ কয়েকজন লোক গুরুতর আহত হয়। উভয় গ্রুপের সদস্যরা ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ০৯ জন কিশোর গ্যাং এর সদস্যকে ১০টি দেশীয় অস্ত্র ও ০৯টি ককটেল সহ ধৃত করে। অজ্ঞাতনামা আরো ৭০/৮০ জন কিশোর গ্যাং এর সদস্য পালিয়ে যায়।
কুমিল্লা জেলার পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় কোতয়ালী মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং এর আরো ৭ জন সদস্যকে গ্রেফতার করে।
রতন গ্রুপ এবং ঈগল গ্রুপ আধিপত্য বিস্তার করার উদ্দেশ্যে বিভিন্ন সময়ে তুচ্ছ বিষয় নিয়ে নিজেদের মধ্যে সংঘাতে জড়িত হয় । উভয় গ্রুপ ক্রিকেট খেলা ও আধিপত্য বিস্তার করে দেশীয় অস্ত্র ও ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে পরস্পরকে আহত করে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করায় তাদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় পৃথক পৃথক আইনে মোট ০৪টি মামলা রুজু হয়।
ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত জব্দকৃত আলামত:
০১। ০১টি বড় ছুরি যার ধারালো অংশ ও বাটসহ লম্বা ৩০ ইঞ্চি,
০২। ০১টি ছেনি দা যার ধারালো অংশ ও বাটসহ লম্বা ২৩ ইঞ্চি,
০৩। ০১টি বড় ছুরি যার ধারালো অংশ ও বাটসহ লম্বা ২৪ ইঞ্চি,
০৪। ০১টি বড় ছুরি যার ধারালো অংশ ও বাটসহ লম্বা ২৬ ইঞ্চি,
০৫। ০১টি ছেনি দা যার ধারালো অংশ ও বাটসহ লম্বা ২২ ইঞ্চি,
০৬। ০১টি বড় ছেনি যার ধারালো অংশ ও স্টিলের বাটসহ লম্বা ২৫ ইঞ্চি,
০৭। ০১টি ছেনি দা যার ধারালো অংশ ও বাটসহ লম্বা ২৩ ইঞ্চি,
০৮। ০১টি স্টিলের ছুরি যার ধারালো অংশ ও বাটসহ লম্বা ১৩ ইঞ্চি,
০৯। ০১টি বড় ছেনি দা, যার ধারালো অংশ ও বাটসহ লম্বা ২৫ ইঞ্চি,
১০। ০১টি স্টীলের তৈরী বড় ছেনি দা, যার ধারালো অংশ লম্বা ২৪ ইঞ্চি,
১১। কালো রংয়ের স্কসটেপ মোড়ানো টিনের কোটায় তৈরি ০৯টি ককটেল।
গ্রেফতারকৃত কিশোর গ্যাং সদস্য (রতন গ্রুপ):-
১। মো: শাওন হোসেন (২০), পিতা-মোঃ ফজর আলী, মাতা: শিরিন বেগম, সাং-সংরাইশ(গজু পোদ্দার বাড়ী, ১৬নং ওয়ার্ড), ২। সাইমন আহমেদ(১৮), পিতা- মমিন হায়দার, মাতা-সাহিদা আক্তার, সাং-ডুমুরিয়া চাঁনপুর(রাজ্জাক ভিলা, বন্দি শাহি মসজিদের সামনে),
৩। মো: শাওন হোসেন (২২), পিতা-আব্দুল মোতালেব, সাং- কাটাবিল, বাদশা বাড়ী, এ/পি সাং- জগন্নাথপুর,
৪। মোঃ বাদল হোসেন (২১), পিতা- মোঃ লিটন হোসেন, সাং- জগন্নাথপুর,
৫। প্রমিজ সরকার শান্ত (১৮), পিতা-জীবন সরকার, সাং-কাশিমপুর, থানা-চান্দিনা, এপি সাং-চানপুর (হালিমা টেলিকম সংলগ্ন), সর্ব থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা
গ্রেফতারকৃত কিশোর গ্যাং সদস্য (ঈগল গ্রুপ):-
১। মো: মেহেদী হাসান সিয়াম(১৮), পিতা-আব্দুল্লাহ, মাতা-শাহিনা আক্তার, সাং-ধর্মপুর(পশ্চিম চৌমুহনী গাজী বাড়ী),
২। মো: সাকিব(১৮), পিতা-আবুল হোসেন, মাতা-নুরজাহান বেগম, সাং-দৌলতপুর(মধ্যমপাড়া সিরাজ ড্রাইভারের বাড়ী), ৩। মো: ফাহিম হোসেন(১৯), পিতা-আ: মতিন, মাতা-বিলকিস বেগম, সাং-সংরাইশ(মোক্তার বাড়ী),
৪। মো: আরিফ হোসেন(১৯), পিতা-দুলাল মিয়া প্র: চরু মিয়া, মাতা-দুলালী, সাং-তেলিকোনা(মা-মনি হাসপাতালের সামনে), ৫। সামবীর (১৯), পিতা-মাসুদুর রহমান বাবুল, মাতা-মুক্তা বেগম সাং-মোগলটুলি ফেমাস ট্রেইলারের পিছনে,
৬। আকিব হোসেন (১৯), পিতা-সেলিম, সাং-বারপাড়া, ময়নামতি হাসপাতালের পাশে মজুমদার বাড়ী,
৭। মোঃ ফরহাদুজ্জামান পিয়াস (২০), পিতা-মৃত আবুল কাশেম, সাং-সংরাইশ, কলের পুকুরপাড়, সর্দার বাড়ী,
৮। আশরাফুল ইসলাম নিলয় (২০), পিতা-জামাল মিয়া, সাং-২য় মুরাদপুর ডলহাউজ রোড
৯। মোঃ কাইয়ুম হোসেন @ শাফি (১৮), পিতা- মৃত মোহাম্মদ আলী, সাং-সুজানগর বৌবাজার পুলের সাথে
১০। আতিকুর রহমান (১৯), পিতা- আরজু মিয়া, সাং- ২য় মুরাদপুর, পাথুরিয়াপাড়া
১১। বর্ষণ রায় জয়(১৮), পিতা- বিমল রায়, সাং-স্বপাড়া, গৌরিপুর, থানা-দাউদকান্দি, এপি সাং-মোগলটুলী(হাইস্কুলের পিছনে), সর্ব থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত