নাটোর জেলার সিংড়া থানা এলাকা হতে বিপুল পরিমান টিসিবি তেল জব্দ করেছে র্যাব।
র্যাব জানায়, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ছিনতাইকারীসহ ভেজাল পণ্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
বাংলাদেশ সরকার সুলভ মূল্য টিসিবি পন্য জনসাধারণের মধ্যে দীর্ঘদিন হতে বিতরন করে আসছে। কিছু অসাধু ব্যবসায়ী আর্থিক লাভের উদ্দেশ্য সরকারের এই উদ্যেগকে নষ্ট করার পায়তারা করে আসছে। কিছু অসাধু ব্যবসায়ী সরকারি বিক্রয় নিষিদ্ধ পন্য মজুদ করে অধিক মুল্য গোপনে বিক্রয় করে আসছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপস্থিত লোকজনের সহায়তায় সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল অদ্য ০২ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ ১৬.০০ ঘটিকা হতে ১৮.০০ ঘটিকা পর্যন্ত নাটোর জেলার সিংড়া থানাধীন বিলদহর গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে (ক) টিসিবি তেল-৩৫০ লিটার তেলসহ আসামী মোঃ শাহ আলম (২৪), পিতা -মৃত মোঃ আব্দুস সালাম, সাং-বিলদহর, থানা-সিংড়া, জেলা-নাটোর’কে গ্রেফতার করে। সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামী দীর্ঘদিন হতে বিভিন্ন স্থানের টিসিবির ডিলাদের নিকট হতে সরকারী বিক্রয় নিষিদ্ধ পণ্য (তেল) অধিক লাভের আশায় ক্রয় করে তার নিজ বাড়ীতে মজুদ করেছিল। ধৃত আসামী দীর্ঘদিন ধরে সরকারী বিক্রয় নিষিদ্ধ পণ্য (তেল) কালোবাজারী করে আসছে।
উপরোক্ত ঘটনায় সিংড়া থানা, নাটোরে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত