সাংবাদিক ও শিশুর উপর গুলি বর্ষণ মামলায় কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার
কক্সবাজারের সদর থানাধীন রুমালিয়ছড়া এলাকায় অভিযান পরিচালনা করে সাতকানিয়ায় চাঞ্চল্যকর সাংবাদিক ও শিশুর উপর গুলি বর্ষণ মামলার অন্যতম ওয়ারেন্টভুক্ত আসামি এবং কিশোর গ্যাং সদস্য সিফাত’কে র্যাব-১৫ কর্তৃক গ্রেফতার হয়েছে।
র্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকার অপরাধ নির্মূলে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে। দায়িত্বাধীন এলাকায় হত্যা, ধর্ষণ, জঙ্গী, অবৈধ অস্ত্র উদ্ধার, জলদস্যু, ডাকাত, চুরি-ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক, অপহরণ ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতারসহ দেশে বিরাজমান নানাবিধ অপরাধ দমনে আন্তরিকতার সহিত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম হাটহাজারী থানার মামলা নং-৩৩(৮)২২ এবং সাতকানিয়া থানার মামলা নং-৩৫(৬)/২২, ধারা ১৪৩/৪৪৮/৩২৩/৪২৭/৫০৬ দন্ডবিধি মোতাবেক সাতকানিয়ায় চাঞ্চল্যকর সাংবাদিক ও শিশুর উপর গুলি বর্ষণ মামলার অন্যতম ওয়ারেন্টভুক্ত আসামি এবং কিশোর গ্যাং সদস্য সিফাত’কে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১৫, কক্সবাজার তৎপরতা অব্যাহত রাখে। একপর্যায়ে র্যাব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বর্ণিত মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী কক্সবাজার সদর থানাধীন রুমালিয়ছড়া এলাকায় আত্মগোপনে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ ১৩.০০ ঘটিকার সময় র্যাব-১৫, সদর ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ সিফাত(২৩), পিতা-আকতার হোসেন, সাং-পশ্চিম পাটিয়াডেঙ্গা নেয়ামত আলী পাড়া, ০৯নং ওয়ার্ড, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম’কে আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী বর্ণিত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী বলে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।