সাতক্ষীরা জেলার সাতক্ষীরা পৌরসভা এলাকা হতে ০১ টি ওয়ান শুটারগান এবং০১ টি দেশি পিস্তল উদ্ধার করেছে র্যাব-৬।
র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ০১ ফেব্রয়ারি ২০২৪ তারিখ র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল সাতক্ষীরা জেলার সদর থানাধীন সাতক্ষীরা পৌরসভার মধ্য কাটিয়া এলাকায় টহল ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সাতক্ষীরা সদর থানাধীন সাতক্ষীরা পৌরসভার মধ্য কাটিয়া ১নং ওয়ার্ড এর আজগর কন্টাক্টার নামক গলিতে ঝোপ-ঝাড়ের মধ্যে প্লাস্টিকের বাজারের ব্যাগের মধ্যে রক্ষিত পরিত্যক্ত অবস্থায় সন্দেহ জনক বস্তু পড়ে রয়েছে।
উক্ত সংবাদের ভিত্তিতে একই তারিখ ১৫.৪০ ঘটিকার সময় উক্তস্থানে পৌছালে প্লাস্টিকের বাজারের ব্যাগের মধ্যে রক্ষিত পরিত্যক্ত অবস্থায় ০২(দুই) টি এয়ার গান সদৃশ্য পিস্তল যাহার একটি বাট কাঠের (দেশিও অস্ত্র) এবং অন্যটি (ওয়ান শুটার গ্যান)। এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
জব্দকৃত আলামতসমূহ সাতক্ষীরা জেলার সদর থানায় সাধারণ ডায়েরী করতঃ জব্দকৃত ওয়ান শুটারগান এবং দেশি পিস্তল হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত