দুই কেজি চালের জন্য ভগিনীপতির হাতে শ্যালক খুন
টেকনাফের সাবরাং ইউনিয়নের পেন্ডেলপাড়া এলাকায় দুই কেজি চালের জন্য বুধবার ভগিনীপতি জাফরের ছুরিকাঘাতে শ্যালক শাহ আলম নিহত হয়েছেন। ঘাতক ভগ্নিপতিকে আটক করা হয়েছে।
পারিবারিক সূত্রে ধরে টেকনাফ মডেল থানার অফিসার (ওসি) মুহাম্মদ ওসমান গণি জানান, ওই এলাকার সোলতান আহাম্মদের ছেলে শাহ আলম দিনমজুরি কাজ করে সংসার চালাতেন। গত কয়েক দিন আগে কাজে যেতে না পারায় আর্থিক সংকটের কারণে কিছুদিন আগে বোন লায়লা বেগমের কাছ থেকে ভিকটিম শাহ আলমের স্ত্রী দুই কেজি চাল ধার নেয়। আজ সকালে জাফর আহমদের স্ত্রী শাহ আলমের স্ত্রীর কাছে সেই ২ কেজি চাল ফেরত চায়। চাল দেওয়া না দেওয়া নিয়া দুই’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। তখন শাহআলম এবং জাফর আহমদ নিজ নিজ ঘর থেকে বাহির হইয়া ঝগড়ায় লিপ্ত হয়।
একপর্যায়ে আসামী জাফর আলম দৌড়ে ঘর হইতে একটি ছুরি এনে শাহ আলমের পেটে ঘাই মারলে শাহ আলম রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায়। পরে শাহ আলমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়া গেলে কর্তব্যরত ডাক্তার কক্সবাজার হাসপাতালে রেফার করে এবং কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যু হয়।
তিনি আরও জানান, হত্যার সাথে জড়িত জাফর আহমদকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হবে।