রাসেল বিশ্বাস
স্টাফ রিপোর্টার
ফরিদপুর ভাঙ্গা উপজেলা পুখুরিয়া ২১ জানুয়ারি( রবিবার) লোকাল বাস থামিয়ে ভুয়া র্যাব পরিচয় দিয়ে ছিনতাই ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দুপুরে ইসলামী ব্যাংক ভাঙ্গা শাখা থেকে ১০ লক্ষ সাড়ে আট হাজার টাকা উত্তোলন করে লোকাল বাসে চড়ে পুখুরিয়া যাচ্ছিলেন আতিকুল। পুখুরিয়ার কাছাকাছি এলাকায় পৌঁছাইলে একটি মাইক্রোবাসে চার জনের একদল র্যাব পরিচয়ে বাসের গতিরোধ করেন।
বহু যাত্রীর ভিতর থেকে আতিকুলকে টাকার ব্যাগসহ নামিয়ে তাদের মাইক্রোতে (ঢাকা মেট্রো- চ- ৫২- ৬৪৯৭) উঠিয়ে নেয়। পরে ভুয়া র্যাব আতিকুলকে বেদম মারপিট করে ঢাকা-ভাঙ্গা- খুলনা মহাসড়কের ঝাটুরদিয়া নামক স্থানে টাকা কেড়ে নিয়ে আহত অবস্থায় ফেলে পালিয়ে যায়।
খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ভুয়া র্যাবের পিছু নেয়। সন্ধ্যার দিকে পদ্মা সেতুর দক্ষিণে ক্যান্টনমেন্ট সংলগ্ন এলাকায় মাইক্রোবাসটি গাছের সঙ্গে ধাক্কা খায়। ভুয়া র্যাব চক্ৰটি গাড়ি ফেলে পালিয়ে যায়।
দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি ও গাড়ির ভিতরে থাকা সাড়ে আট হাজার টাকা জব্দ করেন বলে পুলিশ জানান। পুলিশ আতিকুলকে আহত অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানান, আতিকুল পুখুরিয়া বাজারে একটি এজেন্ট ব্যাংকিং পরিচালনা করেন। রবিবার দুপুরের দিকে ইসলামী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে লোকাল বাসে পুখুরিয়া যাচ্ছিলেন।
আমরা গাড়ী ও দশ টাকার আটটি বান্ডিল জব্দ করেছি। ভুয়া র্যাব চক্রকে গ্রেফতার করতে চিরুনি অভিযানে নেমেছে পুলিশ।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত