ঝিনাইদহে নির্বাচন পরবর্তী সহিংসতায় পরাজিত নৌকা প্রার্থীর এক সমর্থককে মারধর করে মারাত্মকভাবে আহত করার অভিযোগ উঠেছে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। শুক্রবার (১৯ জানুয়ারী) বিকেলে জেলার সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের হিরেডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
এঘটনায় আহত ওই নৌকার সমর্থকের নাম মধু মোল্লা। তিনি সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের হিরেডাঙ্গা গ্রামের মৃত ইয়াকুব মোল্লার ছেলে। এ ঘটনার পর থেকে ভুক্তভোগী ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
জানা যায়, ভুক্তভোগী ঝিনাইদহ-২ আসনের পরাজিত নৌকার প্রার্থী তাহজিব আলম সিদ্দিকী সমির সমর্থক। এরই জের ধরে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের সমর্থকেরা এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে দাবি পরিবারের।
এ বিষয়ে আহত মধু মোল্লার ভাই লুৎফর রহমান বলেন নৌকায় ভোট দিয়ে আমরা কি অপরাধ করেছি। যার কারনে আমাদেরকে হামলার শিকার হতে হচ্ছে। আমরা বর্তমানে আতঙ্কে আছি। আমরা গ্রামে ঠিক ভাবে বসবাস করতে পারছি না। আমাদের কে মারধর করা হচ্ছে, বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দীন বলেন, এ বিষয়ে আমরা কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত