প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৬:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৬, ২০২৪, ৯:৩৭ অপরাহ্ণ
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ৩৬ (ছত্রিশ) বোতল ফেন্সিডিল জব্দ
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী অভিযানে ৩৬ (ছত্রিশ) বোতল ফেন্সিডিল জব্দ|| গ্রেফতার-০১(এক) জন।
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি), সমগ্র চুয়াডাঙ্গা জেলা ব্যপী কাজ করে থাকে। জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা যেমন- খুন, ডাকাতি, ছিনতাই, সংঘবদ্ধ চক্র সহ বিভিন্ন ধরনের রহস্যজনক ঘটনা নিয়ে কাজ করে থাকে। এছাড়া অগ্রীম গোয়েন্দা তথ্যের ভিক্তিতে অবৈধ অন্ত্র, গোলাবারুদ, মাদক, বিভিন্ন সন্ত্রাসী গ্রুপদের বিরুদ্ধে অভিযান পরিচালানা করে জেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা'র দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে।
তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী অভিযানে জনাব মোঃ ফেরদৌস ওয়াহিদ, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গার নেতৃত্বে এসআই (নিঃ)/ সুমন্ত বিশ্বাস, জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গা সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযানে ১৬.০১.২০২৪ খ্রিঃ রাত ২১:১০ ঘটিকায় দামুড়হুদা থানাধীন মোক্তারপুর গ্রামস্থ মোক্তারপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে দামুড়হুদা টু কার্পাসডাঙ্গা গামী পাঁকা রাস্তার উপর হতে আসামী ১) মোঃ তহির উদ্দিন (৪৮), পিতা-মৃত রতন আলী, সাং-হাতিভাংগা (মোক্তারপুর), থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গাকে গ্রেফতার
পূর্বক আসামীর হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ৩৬ (ছত্রিশ) বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার পূর্বক জব্দ করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দামুড়হুদা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত