দুর্নীতির মামলাসহ ০৫টি মামলায় ৪৭ বছরের সাজাপ্রাপ্ত একযুগ ধরে পলাতক আসামী লতিফ’কে রাজধানীর পল্টন এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১০।
বাংলাদেশ আমার অহংকারএই স্লোগান নিয়ে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
গত ১৫ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ দুপুরে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার পল্টন এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১। লক্ষীপুর জেলার, লক্ষীপুর সদর থানার মামলা নং-৬০,তারিখ-২৬/১২/২০১১, ধারা- দঃবিঃ ৪০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা, ২। লক্ষীপুর জেলার, লক্ষীপুর সদর থানার মামলা নং-৬২,তারিখ-২৬/১২/২০১১, ধারা- দঃবিঃ ৪০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা, ৩। লক্ষীপুর জেলার, লক্ষীপুর সদর থানার মামলা নং-০১, তারিখ-০২/০২/২০১০, ধারা- দঃবিঃ ৪০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা, ৪। লক্ষীপুর জেলার সিআর মামলা নং-৯১৪/১৩ (সদর), ধারা- দঃবিঃ ৪০৬/৪২০ ও ৫। কুমিল্লা জেলার সিআর মামলা নং-১৩৭৪/২২ (সদর), ধারা- এনআই এক্ট- ১৩৮; উপরোক্ত মামলায় ৪৭ বছরের সাজাপ্রাপ্ত এবং ৪৫ লক্ষ ৬০ হাজার টাকা অর্থদÐে দÐিত একযুগ ধরে পলাতক আসামী আব্দুল লতিফ ভূইয়া (৫৫), পিতা-মৃত আঃ লতিফ ভূইয়া, সাং-ধামতী, থানা-দেবিদ্বার, জেলা-কুমিল্লা’কে গ্রেফতার করে।