চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন ইসলামপাড়া গ্রামের মোঃ শওকত আলীর ছেলে আনোয়ার হোসেন সোহাগ (৪০) দর্শনা থানায় লিখিত এজাহার দায়ের করেন যে, গত ১২.০১.২০২৪ খ্রিঃ তারিখ রাত ১০:৩০ ঘটিকা হতে ১৩.০১.২০২৪ খ্রিঃ তারিখ ভোর ০৫:৩০ ঘটিকার মধ্যে যেকোন সময় অজ্ঞাতনামা চোর/চোরেরা দর্শনা থানাধীন সিএন্ডবিপাড়া গ্রামস্থ বাদীর বসতবাড়ীর বারান্দা হতে একটি কালো রংয়ের মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়।
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ জনাব বিপ্লব কুমার সাহার নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ শামিম রেজা সঙ্গীয় ফোর্সসহ তথ্য প্রযুক্তির সহায়তা এবং স্থানীয় সোর্সর মাধ্যমে সংবাদ প্রাপ্তি হয়ে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ১৩.০১.২০২৪ খ্রি: তারিখ দুপুর ১৫:০০ ঘটিকায় ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন লাঙ্গলবাধ গ্রামস্থ অবদা সংলগ্ন জনৈক রফিকুল শেখ এর চায়ের দোকানের পার্শ্বে কাচা রাস্তার উপর হতে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার পূর্বক আসামী সেলিম মন্ডল (৩৭), পিতা-মোঃ ইসলাম মন্ডল, সাং-চর নারায়নপুর, থানা-কালুখালী, জেলা-রাজবাড়ীকে গ্রেফতার করা হয়।
বর্নিত ঘটনায় দর্শনা থানায় মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীর নাম ঠিকানাঃ
১। সেলিম মন্ডল (৩৭), পিতা-মোঃ ইসলাম মন্ডল, সাং-চর নারায়নপুর, থানা-কালুখালী, জেলা-রাজবাড়ী।
উদ্ধারকৃত আলামতের বর্ণনাঃ
১। একটি মোটরসাইকেল।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত