পাংশায় সংখ্যালঘু,সম্প্রদায়ের উপর হামলা
ভিক্টর বিশ্বাস চিতা,, স্টাফ রিপোর্টার
রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বিলজোন গ্রামে সংখ্যালঘু হিন্দু পরিবারের উপর হামলা ও লুটপাটের ঘটনায় চেয়ারম্যান পুত্র সহ ৯ জনের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে
গত ৭ জানুয়ারি ভোটের দিন সন্ধ্যা আনুমানিক ৭ টার সময় এই ঘটনা ঘটে বলে জানান মামলার বাদী বিমান বিশ্বাস। তিনি উল্লেখ্য করেন যে, ঘটনার দিন সন্ধ্যায় আমার পিতা অজিত বিশ্বাস ও মাতা সারতি বিশ্বাস তাদের শয়ন কক্ষে বসে গল্প করছিলেন। হঠাৎ করেই পাট্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব মুনা বিশ্বাসের ছেলে সাব্বির বিশ্বাস এর নেতৃত্বে ৯/১০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে বিমান বিশ্বাস এর নাম ধরে অকথ্য ভাষায় জাতপাত তুলে গারিগালাজ করতে করতে ঘরের মধ্যে প্রবেশ করেন। এসময় তারা বিমান বিশ্বাসকে খুজতে থাকেন। তখন বিমান বিশ্বাসের পিতা অজিত বিশ্বাস জানান তার ছেলে বাড়িতে নেই। তখন কিছু আসামিগন ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা আসবাবপত্র ভাংচুর শুরু করেন। এক পর্যায়ে ঘরের সাব বাক্স এবং ট্রাংক ভেঙ্গে নগদ ৫ লক্ষ টাকা ও ১০ ভরি ওজনের বিভিন্ন প্রকার স্বর্নালংকার লুট করতে থাকেন। অন্য আসামিগন তার পিতা অজিত বিশ্বাস কে টেনেহিচরে ঘর থেকে বের করে উঠানে ফেলে আসামিদের হাতে থাকা লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে বেধড়ক পেটাতে থাকেন। তার মা সারতি বিশ্বাস বাধা দিতে গেলে আসামিগন তাকেও মাটিতে ফেলে পেটাতে থাকেন। তাদের চিৎকার চেচামেচি শুনে,পাশের ঘর থেকে বিমান বিশ্বাস এর জেঠাতো ভাই সুরঞ্জন বিশ্বাস এগিয়ে এলে, মামলার ১ নং আসামি রুমান মন্ডল, তার হাতে থাকা ধারালো হাসুয়া দিয়ে, হত্যার উদ্দেশ্যে সুরঞ্জন বিশ্বাসের মাথা লক্ষ্য করে কোপ দেন। তখন সুরঞ্জন বিশ্বাস রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পরেন বলে জানান হাসপাতালে চিকিৎসাধীন সুরঞ্জন বিশ্বাস। এক পর্যায়ে সুরঞ্জন বিশ্বাস অজ্ঞান হয়ে গেলে, আসামিগণ তাকে মৃত ভেবে টাকা এবং স্বর্নালংকার নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। ফোন পেয়ে পাংশা মডেল থানার চৌকস অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার নিজেই সঙ্গীয় ফোর্স সহ অত্যান্ত দ্রুততার সহিত ঘটনা স্থলে ছুটে গিয়ে সুরঞ্জন বিশ্বাস সহ সকল আহতদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরামর্শ দেন এবং ঘটনার আলামত জব্দ করেন।
এ ঘটনায় অজিত বিশ্বাসের ছোট ছেলে বিমান বিশ্বাস বাদী হয়ে, ইংরেজি ১০/০১/২০২৪ তারিখে চেয়ারম্যান পুত্র সাব্বির সহ ৯ জনের নাম উল্লেখ্য করে,পাংশা মডেল থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। যার মামলা নং ৫ ।এ ঘটনায় পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবু স্বপন কুমার মজুমদার জানান, মামলা রেকর্ড করা হয়েছে এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের অভিযান চলছে।