১৩ বছরের শিশু গণধ*র্ষন মামলার আসামি গ্রেফতার
জয়পুরহাটের পাঁচবিবি থানার চাঞ্চল্যকর ১৩ বছরের শিশু গণধ*র্ষন মামলার তদন্তেপ্রাপ্ত আসামি শান্ত কে নঁওগার বদলগাছী থানাধীন দূর্গাপুর এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-০৫, জয়পুরহাট র্যাব ক্যাম্প।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে¡ ২৮ ডিসেম্বর ২০২৩ তারিখ ০০১০ ঘটিকায় নওগাঁ জেলার বদলগাছী থানাধীন দূর্গাপুর এলাকা থেকে গণধর্ষণ মামলার আসামী মোঃ শান্ত (৩০), পিতা মোঃ শাসুল হক, সাং-দূর্গাপুর, থানা-বদলগাছী, জেলা-নওগাঁ কে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত ০২ আগস্ট বিকাল ৪ ঘটিকায় ধ*র্ষক হাসনাইন হোসেন@ তমাল ভিকটিম মারুফা আক্তারকে (১৩) দেখা করার কথা বলে হিলি থেকে পাঁচবিবি পার্কে দেখা করতে নিয়ে আসে। ভিকটিম দেখা করতে আসলে তমাল সন্ধ্যা সাত টায় বায়জিদ ও অজ্ঞাত কয়েকজন সহযোগে পাঁচবিবি থানাধীন নওদাপাড়া গ্রামস্থ নির্জন এক বাড়িতে নিয়ে যায়।
নির্জন বাড়িতে ভিকটিমকে নিয়ে এসে গভীর রাতে তমাল ভিকটিমকে জোরপূর্বক ধ*র্ষণ করে এবং একপর্যায়ে ভিকটিম অজ্ঞান হয়ে পড়ে এবং সকালে ভিকটিম এর জ্ঞান ফিরলে আসামীরা তাকে গাড়িতে উঠিয়ে বাসায় পাঠিয়ে দেয়। পরবর্তীতে ভিকটিম বাড়িতে গিয়ে তার পরিবারকে ঘটনার বিস্তারিত জানালে ভিকটিমের পরিবার ০৬ আগষ্ট বিকাল ৪.৩০ ঘটিকায় পাঁচবিবি থানায় একটি ধর্ষন মামলা রুজু করে।
মামলা হওয়ার পর থেকেই র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প তথ্য প্রযুক্তির সহায়তায় আসামী তমাল ও বায়জিদকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে আসামীদের ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে আসামী তমাল জানায়, প্রথমে সে জোরপূর্বক ভিকটিমকে ধ*র্ষণ করে এবং ভিকটিম অজ্ঞান হয়ে পড়লে বায়জিদ এবং শান্ত নামে আরো ০২ জন ভিকটিমকে পালাক্রমে ধর্ষন করে যা ভিকটিম অজ্ঞান থাকায় বুঝতে পারেনি।
ভিকটিম অজ্ঞান থাকায় প্রথম ধর্ষক তমালকে ১ নং আসামী করে মামলা হয়। যেহেতু আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় আরো ০২ জন ধর্ষনের সাথে জড়িত তাই পরবর্তীতে মামলাটি গণধ*র্ষণের মামলায় রুপান্তরিত হলে রাত ২৮ ডিসেম্বর ২০২৩ তারিখ ০০১০ ঘটিকায় তদন্তেপ্রাপ্ত ধ*র্ষক শান্তকে নওগাঁ জেলার বদলগাছী থানাধীন দুর্গাপুর এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্প।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত