কক্সবাজারের র্যাবের জালে পেকুয়ার দুই অস্ত্র ব্যবসায়ী আটক
র্যাব প্রতিষ্ঠাকাল থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধ*র্ষণ মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
র্যাব-১৫, কক্সবাজার এর অধিনায়ক লেঃ কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন সাংবাদিকদের ব্রিফিং এ জানান র্যাব-১৫ শুরু থেকেই নিজ দায়িত্বাধীন এলাকায় খুন, ধ*র্ষণ, অপহরণ, জলদস্যু, ডাকাত, চুরি-ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গী দমন, মাদক এবং অবৈধ অস্ত্র উদ্ধারসহ বিরাজমান বিভিন্ন অপরাধ নির্মূলে উল্লেখযোগ্য অবদান রেখে আসছে।
পাশাপাশি আগামী ০৭ জানুয়ারি ২০২৪ তারিখে অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কেন্দ্রিক সহিংসতা রোধে অবৈধ অস্ত্র উদ্ধার ও অবৈধ অস্ত্র ব্যবসায়ীদের আইনের আওতায় নিয়ে আসতে নিয়মিত অভিযানের পাশাপাশি সন্ত্রাসীদের গ্রেপ্তারে র্যাব-১৫ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
কক্সবাজারের পেকুয়া দক্ষিণ মেহেরনামা এলাকায় অভিযান চালিয়ে দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করার দাবী করেছে র্যাব-১৫। এসময় তাদের কাছ থেকে ২টি আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয় বলে জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে র্যাব-১৫। বুধবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় র্যাব-১৫ এর আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক মোঃ আবু সালাম চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।
এতে বলা হয়, সোমবার (২৫ ডিসেম্বর) রাতে পেকুয়া দক্ষিণ মেহেরনামা বাজারপাড়া এলাকায় চকরিয়া-পেকুয়াগামী পাকা সড়কের উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে তল্লাশী চালিয়ে তাদের আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান চালানো হয়। এসময় আটককৃতদের দেহ তল্লাশী করে তাদের হেফাজত হতে ২টি দেশীয় তৈরী এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার এবং ২টি এন্ড্রয়েট ও ১টি বাটন ফোন, ৫টি সীম কার্ড, নগদ ছয় হাজার ছয়শত টাকা জব্দ করা হয়।
র্যাবের হাতে আটককৃতরা হলেন, পেকুয়া রাজাখালীর মোঃ আনছারুল ইসলাম এবং পেকুয়া বারবাকিয়ার আমিনুর রশিদ। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, আনছারুল ইসলাম রাজাখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও আমিনুর রশিদ পেকুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন।