ঝিনাইদহের শৈলকুপাতে কয়েকজন দোকানীকে মুঠোফোনে কল দিয়ে এসিল্যান্ড পরিচয়ে ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা দাবি করা হয়েছে। এ ঘটনায় একজন দোকানী ভুক্তভোগী হয়ে দিয়েছেন দশ হাজার দুইশত টাকা। প্রতারক চক্র টাকা নিয়েছেন মোবাইল ব্যাংকিং সেবা নগদে।
ভুক্তভোগী ওই দোকানীর নাম শ্রী নারায়ণ চন্দ্র কুন্ডু। তিনি উপজেলার শেখপাড়া বাজারের মিষ্টির দোকান পরিচালনা করেন।
জানা যায়, গত কয়েকদিন ধরে বিভিন্ন মুদি ও মিষ্টির দোকানের মালিককে ভিন্ন দুইটি মোবাইল নম্বর থেকে এসিল্যান্ড পরিচয়ে এমন ফোনকল দিয়ে জেল ও জরিমানার ভয় দেখিয়ে চাঁদা দাবি করে প্রতারক চক্রটি। মোবাইল নম্বর দুইটি হলো, ০১৮১৮৫০৪২৪৩ এবং ০১৫৩০১৪২২৭১।
এমন ঘটনায় মিষ্টির দোকানী শ্রী নারায়ণ কুন্ডুকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে টাকা হাতিয়ে নেন প্রতারক চক্রটি।
এ বিষয়ে ভুক্তভোগী শ্রী নারায়ণ চন্দ্র কুন্ডু বলেন, আমাকে ফোন দিয়ে জেল ও জরিমানার ভয়ভীতি দেখানো হয়৷ পরে সে ১০ হাজার টাকা দাবি করে। আমি বলি আপনি এসে যাচাই করেন। তখন প্রতারক আমাকে জেলে পাঠানোর ভয় দেখায়। ভয়ে আমি টাকা পাঠায়। সে নগদে ১০ হাজার ২০০ টাকা দিতে বলে। আমি সেটা পাঠায়। প্রথমে আমি বুঝতে পারিনি এটা প্রতারক, পরে বুঝতে পারি।
এ বিষয়ে শৈলকুপার এসি ল্যান্ড মো. বনি আমিন বলেন, এসি ল্যান্ড ও ইউএনও পরিচয়ে একটি প্রতারক চক্র এমন কাজ করছে বলে আমরা জেনেছি। পূর্বে আমরা উপজেলাজুড়ে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছি। তবুও মানুষ বোকার মত এসব ফাঁদে পা দিচ্ছে। আপনারা মানুষকে সচেতন করতে সহয়তা করেন।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত