র্যাব প্রতিষ্ঠাকাল থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষণ মামলার আসামীসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ০৬ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ বিকাল ০৪.০০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বংশাল এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ডিএমপি ঢাকার পল্টন থানার মামলা নং-৫৪, তারিখ-২৮/১০/২০২৩ খ্রিঃ; ধারা-১৪৭/১৪৮/১৪৯/১৮৬/৩৩২/৩৩৩/৩০২/৩৫৩/৪২৭/১০৯/৩৪ দন্ডবিধি ১৮৬০; মামলার এজাহার ভুক্ত পলাতক আসামী ১। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ মোহন (৬৫) , পিতা-মোঃ নূর উদ্দিন, সাং-১০ নং হাজি আব্দুর রশিদ লেন , থানা-কোতোয়ালী, জেলা-ঢাকা’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত উক্ত আসামী বিভিন্ন সময় নাশকতার পরিকল্পনার সাথে তাদের সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে। এছাড়াও তারা ইতোপূর্বে কেরাণীগঞ্জ, রাজধানীর কোতোয়ালী, যাত্রাবাড়ী বিভিন্ন এলাকায় গাড়ী ভাংচুর, বাসে অগ্নি সংযোগসহ বিভিন্ন প্রকার নাশকতা মূলক কার্যক্রমের সাথে সরাসরি জড়িত ছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত