গাছে বেঁধে ভ্যান ছিনতাই
গাংনীতে সড়কে সব্জি ব্যবসায়ীকে গাছে বেঁধে ভ্যান ছিনতাই
মেহেরপুরের গাংনী উপজেলার পােড়াপাড়া-জুগিন্দা সড়কে আইনুদ্দীন (৩২) নামের এক সব্জি ব্যবসায়ীকে গাছে বেঁধে রেখে তার ১টি ভ্যান ও কাছে থাকা টাকা ছিনতাই করা হয়েছে।
ছিনতাইকারীদের হামলায় আহত আইনুদ্দীনকে স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েছেন। আহত আইনুদ্দীন জুগিন্দা গ্রামের বাসিন্দা। শনিবার দিবাগত রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে ।
স্থানীয়রা জানান, আইনুদ্দীন গাংনী উপজেলা শহরের সাপ্তাহিক হাটে সব্জি বিক্রি শেষে তার ব্যবহৃত অটােভ্যানে চড়ে বাড়ি ফিরছিলেন। তিনি গাঁড়াডােব গ্রামের পােড়াপাড়া বাজারের কাছে পৌঁছালে, যাত্রী বেশে ২ জন ব্যক্তি তার ভ্যানে চড়ে। আইনুদ্দীন দুজনকে নিয়ে নিজ গ্রাম জুগিন্দার দিকে যাচ্ছিলেন। এসময় ভ্যানে চড়ে থাকা যাত্রী ছদ্দােবেসি দুজন তাকে গতিরােধ করে। এক পর্যায়ে আইনুদ্দীনকে তারা মাঠের মধ্যে নিয়ে কলাগাছের সাথে বাঁধে। এবং আগেই থেকে মাঠের মধ্যে ওত পেতে থাকা তাদের আরাে ৭-৮ জনের একটি ছিনতাইকারী দল আইনুদ্দীকে ঝাঁপটে ধরে। এসময় তারা আইনুদ্দীনকে বেধম মারপিট করে এবং ভ্যান ও তার কাছে থাকা টাকা ছিনতাই করে ঘটনাস্থল থেকে সটকে পড়ে। পরে আইনুদ্দীন নিজে নিজেই তাকে বেঁধে রাখা রশি খুলে আহত অবস্থায় পােড়াপাড়া গ্রামের একটি বাড়িতে আশ্রয় নিয়ে বিষয়টি খুলে বলে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।
এদিকে, খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটিদল ঘটনাস্থলে পৌঁছায়।
গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, খবর পেয়ে ছিনতাই চক্রকে আটক করতে পুলিশের একটিদল ওই এলাকায় অভিযান অব্যাহত রেখেছে।