মেহেরপুরের পিরোজপুরে ২টি বােমা সাদৃশ্য বস্তু উদ্ধার
সেলিম বাবু মেহেরপুর সদর উপজেলার পিরােজপুর গ্রামের কলা ব্যবসায়ী মিঠুনের ঘরের ছাদ থেকে ২টি বােমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ ও র্যাব সদস্যরা।
শনিবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে পিরােজপুর গ্রামের নঈমুদ্দীনের ছেলে কলা ব্যবসায়ী মিঠুন আলীর বাড়ির ছাদ থেকে বােমা সাদৃশ্য বস্তু দুটি উদ্ধার করে মেহেরপুর সদর থানা পুলিশ ও গাংনী র্যাব-১২ এর সদস্যরা।
স্থানীয়রা জানান, মিঠুন আলীর বাড়ির ছাদে কে বা কারা একটি সিমেন্টের ব্যাগে লালটেপ প্যাচানো অবস্থায় ২ টি বোমা সাদৃশ্য বস্তুর কৌটা ও পত্রিকার কাগজে মোড়ানো অবস্থায় ১ টি অজ্ঞাত বস্তু দেখতে পায়। পরে পুলিশ ও র্যাব ঘটনাস্থল থেকে বোমা সাদৃশ্য বস্তু দুটি পানি ভর্তি বালতি করে থানায় নিয়ে যায়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ষড়যন্ত্র মূলক ভাবে কেউ বোমা সাদৃশ্য বস্তু দুটি রেখে গিয়েছে। উদ্ধারকৃত বস্তু দুটি বােমা কি না। সেজন্য বােমা বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করার প্রক্রিয়া চলছে। কে বা কারা রেখে গিয়েছে, তা সনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।