০৮ জনের বিরুদ্ধে মামলা
মাদক সেবন ও বিক্রয়ের অপরাধে ০৮ জনের বিরুদ্ধে মামলা
সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল ২৯ নভেম্বর ২০২৩ ইং তারিখ ১১:০০ ও ১১:৪০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চাঁপাইনববাগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন রহনপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের নুনগোলা কেডিসি পাড়াস্থ জনৈক মোঃ নাজমুল হোসেন পিতা-মৃত হোসেন আলী এর আড়ৎ এর মধ্যবর্তী গলির ভিতর এবং চাঁপাইনববাগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন রহনপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের নুনগোলা কেডিসি পাড়াস্থ বধ্যভূমির পাম্প সংলগ্œ প্রাচীরের দক্ষিণ পার্শ্বে ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে মাদক সেবন এবং ক্রয়/বিক্রয়ের অপরাধে ১। মোঃ চাঁন মিয়া (৩৭) (মূলহোতা), পিতা-মৃত হেলেম শেখ, মাতা-মোছাঃ মাবিয়া বেগম, সাং-নুন গোলা কেডিসি পাড়া, ২। মোঃ সাকিরুল ইসলাম (২৫), পিতা-মৃত রবিউল আউয়াল, মাতা-মৃত জাহানারা বেগম, সাং-আলীনগর, ৩। মোঃ ইব্রাহিম (৪৮), পিতা-মোঃ আবুল কালাম, মাতা-মোছাঃ মর্জিনা বেগম, সাং-ডাকবাংলো পাড়া, ৪। মোঃ সাগর (২৪) (মূলহোতা) পিতা-মোঃ টুটুল, মাতা-মোছাঃ দুলালী বেগম, সাং-সোবহাননগর কলোনী, ৫। মোঃ সাজু খান (২৬), পিতা-মৃত আজাদ খান, মাতা-মোছাঃ রেজিয়া বেগম, সাং-স্টেশন পাড়া, ৬। মোঃ তুহিন মিয়া (৪৫), পিতা-মৃত ইউনুছ আলী, মাতা-মৃত ফিটি বেগম, সাং-রহমত পাড়া, ৭। মোঃ আশরাফুল ইসলাম (৩২), পিতা-মোঃ ইসলাম, মাতা-মোছাঃ কিসমত আরা, সাং-মকরমপুর ঘুন্টি, ৮। মোঃ জাহাঙ্গীর আলম (৪৫), পিতা-মোঃ আব্দুর রাজ্জাক, মাতা-মোছাঃ জাহানারা বেগম সাং-রহমত পাড়া, সর্ব থানা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’দেরকে গাঁজা, কলকি, হেরোইন, মদ সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন কেডিসি পাড়ায় স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে র্যাব এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে মাদক বিক্রয় ও সেবন করার অভিযোগ উল্লেখিত আটজনকে হাতেনাতে গ্রেফতার করে। স্থানীয়দের অভিযোগে জানা যায় যে উক্ত এলাকায় নিয়মিতই মাদকের পসরা বসে। কতিপয় অসাধু ব্যক্তি বিভিন্ন প্রকার মাদক সংগ্রহ করে উক্ত স্থানে এলাকার যুবক ছেলেদের মাঝে বিক্রি করতো। এদেরকে নির্মূলের জন্য স্থানীয় জনপ্রতিনিধিরা বারবার চেষ্টা করে ব্যর্থ হলে এরা আইন-শৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হয়। সাদা পোশাকে র্যাব এর গোয়েন্দা দল ঘটনার সত্যতা পেলে আভিযানিক দল পরিকল্পনা মোতাবেক অপারেশন পরিচালনা করে মাদক বিক্রয় ও সেবন করার সময় তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে
মাদক সেবন ও বিক্রয়ের অপরাধে ০৮ জনের বিরুদ্ধে মামলা