চুয়াডাঙ্গা আলমডাঙ্গা থানাধীন বটিয়াপাড়া গ্রামের জনৈক জিনারুল এর স্ত্রী মোছাঃ কামিনি বেগম (৪১) বাদী হয়ে সদর থানায় এসে এজাহার দায়ের করেন যে, গত ২৩.১০.২০২৩ তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকায় চুয়াডাঙ্গা সদর থানাধীন হাসপাতাল রোডে মদিনা ক্লিনিকের সামনে রাস্তার উপর থেকে প্রতারক চক্রের অজ্ঞাতনামা কয়েকজন প্রতারক বাদীর নিকট থেকে অভিনব কায়দায় প্রতারণা করে ৩.৫০ আনা ওজনের কানের দুল মূল্য অনুমান ২০,০০০/- টাকা, লকেটসহ স্বর্নের চেইন, ওজন ০৯ আনা, মূল্য অনুমান ৬৩,০০০/- টাকা ও নগদ ৮০০০/- সহ সর্বমোট ৯১,০০০ (একানব্বই হাজার) টাকা প্রতারণা করে নেয়। বর্ণিত ঘটনায় চুয়াডাঙ্গা থানার মামলা নং-২৫, তারিখ- ২৮.১১.২০২৩, ধারা-৪০৬/৪২০ পেনাল কোড রুজু হয়।
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশে জনাব আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), চুয়াডাঙ্গার দিকনির্দেশনায় জনাব মোঃ মাহাব্বুর রহমান, অফিসার ইনচার্জ, চুয়াডাঙ্গা থানা,চুয়াডাঙ্গার নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ) মোঃ হাসানুজ্জামান তথ্য প্রযুক্তি ব্যবহার ও অভিনব পদ্ধতিতে সংগীয় ফোর্সসহ ২৮.১১.২০২৩ খ্রিঃ বিকাল ১৬:৩০ ঘটিকায় ঘটনার সাথে জড়িত আসামী ১। মোঃ রানা (৩২), পিতা- আব্দুস ছাত্তার, মাতা- মোছাঃ মমতাজ, সাং- চাদপাড়া (চনপাড়া), পুর্নবাসনকেন্দ্র, থানা- রুপগঞ্জ, জেলা- নারায়নগঞ্জকে আলমডাঙ্গা পশুহাটপাড়া এলাকা থেকে গ্রেফতার পূর্বক তার দেখানো মতে অপর সহযোগী আসামী ২। মোঃ রনি (২২), পিতা- মৃত মনির হোসেন, সাং- চনপাড়া (বজলু মেম্বারের বাড়ীর সামনে), পুর্নবাসনকেন্দ্র, থানা- রুপগঞ্জ, জেলা- নারায়নগঞ্জ, ৩। মোঃ শাকিল হোসেন (২২), পিতা- মৃত আনোয়ার হোসেন, সাং- (চনপাড়া), পুর্নবাসনকেন্দ্র, থানা- রুপগঞ্জ, জেলা- নারায়নগঞ্জ,এ/পি সাং-পশ্চিম সুতারপাড়া, (দোহারপুরী) , থানা- দোহার, জেলা- ঢাকাদ্বয়কে কুষ্টিয়া সদর থানাধীন আল হায়াত রেসিডেনটিয়াল আবাসিক হোটেল থেকে গ্রেফতার করে।
আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত তিনজন আসামী বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। আলামত উদ্ধারের নিমিত্তে পুলিশী অভিযান অব্যহত আছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত