কুষ্টিয়াতে হানিফ পরিবহনে আগুন দেওয়ার আসামী জামিরুল গ্রেফতার
গত ২২/১১/২০২৩ ইং তারিখে রাত্র অনুমান-২৩.০৫ ঘটিকার সময় কুষ্টিয়া থানাধীন কুষ্টিয়া-ঝিনাইদাহ মহাসড়কের স্বস্তিপুর সাকিনস্থ চৌড়হাস হাইওয়ে থানার নতুন ভবনের সামনে পাঁকা রাস্তার পাশে একটি পরিবহনে আগুন লেগেছে। উক্ত সংবাদ পেয়ে তাৎক্ষনিক চৌড়হাস হাইওয়ে থানার অফিসার ও র্ফোসসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পায় মহাসড়কের পাশে থাকা গত ১৮/১১/২৩ ইং তারিখে দূঘর্টনা কবলিত হানিফ পরিবহনের গাড়িতে আগুন জ্বলছে। পুলিশের উপস্থিতি টের পাইয়া দূস্কৃতিকারীরা পালিয়ে যায়। উপস্থিত লোকজন জানায় চলমান ৪৮ ঘন্টা হরতাল/অবরোধ চলাকালে বিএনপি/জামাত সমর্থিত কতিপয় দূস্কৃতিকারীরা ইং ২২/১১/২৩ তারিখ রাত্র অনুমান ২৩.০৫ ঘটিকার সময় পূর্ব হইতে থাকা উক্ত গাড়িতে দূস্কৃতিকারীরা পেট্রোল ঢেলে মশাল জেলে আগুন দিয়েছে। এরই প্রেক্ষিতে কুষ্টিয়া এর সদর থানার মামলা নং-৪৪, তারিখ-২৩/১১/২০২৩খ্রিঃ, ধারা-১৪৩/১৪৯/৪৩৫/৪২৭/১১৪/ পেনাল, তৎসহ ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার এ্যাক্টের ১৫(৩)/২৫(ঘ), তৎসহ বিস্ফোরক আইনের ৪ ধারা, ১৯০৮ মামলা রুজু হয়।
এই মামলার তদন্তকারী কর্মকর্তা এজাহার নামীয় আসামী মোঃ জামিরুল ইসলাম(২৮), পিতা-ইয়াকুব আলী মন্ডল, সাং-কিত্তিনগন, থানা-ইবি, জেলা-কুষ্টিয়াকে ইং ২৩/১১/২০২৩খ্রিঃ তারিখ সন্ধ্যা অনুঃ ২০.৪০ ঘটিকার সময় বালিয়াপাড়া এলাকা হইতে গ্রেফতার করেন। অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলমান আছে।