ভিক্টর বিশ্বাস চিতা
স্টাফ রিপোটার
কুষ্টিয়া থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক একটি পএিকা থেকে, গত ৩০ শে সেপ্টেম্বর সোমবার “ত্রীমহনিতে ভুয়া ডেন্টিস্টের ছড়াছড়ি”
শিরোনামে এমন একটি সংবাদ প্রকাশিত হয়। পএিকাতে আনোয়ারা ডেন্টাল কেয়ার নাম প্রকাশিত হয়, ডেন্টাল কেয়ারের মালিক আনোয়ারা আবিরের দৃষ্টিগোচর হলে উক্ত সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি প্রতিবাদে জানান বেশকিছু দিন ধরে একটি মহল এিরমহনি সব ডেন্টাল কেয়ার দিকে নজর দিয়েছে স্বার্থ হাসিলের জন্য। কিছুদিন আগে আমার পাশে রাকিব ডেন্টাল কেয়ারে নিউজ করে। আজ আমার প্রতিষ্ঠানে মিথ্যা একটি সংবাদ প্রকাশ করে।
পএিকাতে লিখছে সংবাদকর্মী ঠিক পেয়ে প্রতিষ্ঠানে সাটার বন্ধ করে স্থান ত্যাগ করি, আনোয়ারা ডেন্টাল কেয়ার নাকি ভুয়া, কোনো অনুমোদন নাই , এসব মিথ্যা বানানো কথা লিখালিখি করে আমার মান ক্ষুণ্ণ করছে একটি পএিকা।
একটি প্রতিষ্ঠান চালানোর জন্য যে পেপার গুলো প্রয়োজন, সব গুলো থাকার পর ও একটি চক্র পিছনে লাগছে তার সার্থ আসিলের জন্য। আমি একটি কথায় বলতে চায়, আপনারা সাংবাদিক ভাই আসুন আমার পেপারস গুলো দেখেন। যদি পেপারস গুলো দেখাতে ব্যর্থ হয় তাহলে সত্য নিউজ প্রকাশ করুন।
যে সকল বিষয় নিয়ে একটি মিথ্যা সংবাদ প্রকাশ হয়েছে আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মো আবির আনোয়ার পিতা : রিয়াজ উদ্দিন সাং :চাড়ুলিয়া,তালবাড়িয়া মিরপুর, কুষ্টিয়া