শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ট্রাকে থাকা পাথরের নিচ থেকে আনুমানিক ১১,৭৬,০০০/-(এগারো লক্ষ ছিয়াত্তর হাজার) টাকার ২০০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার, ০২ (দুই) চোরাকারবারি আটক:
অফিসার ইনচার্জ, শাহপরাণ (রহঃ) থানা এর সার্বিক দিক নির্দেশনায়, অদ্য ১৪/০৬/২০২৪খ্রিঃ তারিখ দুপুর অনুমান ১২.০৫ ঘটিকার সময় এসআই(নিঃ) মোঃ আব্দুল আজিজ এবং এএসআই(নিঃ)/কাজী পনির আহমদ সঙ্গীয় ফোর্সসহ শাহপরাণ (রহঃ) থানা এলাকায় ডিউটিতে নিয়োজিত থাকাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, সিলেট জেলার হরিপুর এলাকা থেকে উপরে পাথর দিয়ে ভিতরে ভারতীয় চিনি সিলেট শহরের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে শাহপরাণ (রহঃ) থানাধীন সুরমা গেইট বাইপাস, সিলেট-তামাবিল মহাসড়কে বর্নিত অফিসার ফোর্স নিয়ে পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে, অনুমান দুপুর ১২:১৫ ঘটিকায় সিলেট শহরের দিকে আসা একটি ট্রাককে থামানোর জন্য সিগন্যাল দিলে ট্রাকটি সিগন্যাল অমান্য করে দ্রুতবেগে পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ট্রাকটির পিছু ধাওয়া করে ট্রাকসহ এর ভিতর থাকা বর্নিত ০২ জন ব্যক্তিকে আটক করে তাদের শরীর ও গাড়ি তল্লাশী করেন। তল্লাশীকালে আটককৃত ব্যক্তিদের হেফাজতে থাকা ক) ০১ (এক) টি হলুদ ও নীল রঙ্গের ট্রাক যার রেজিঃ নং ঢাকা মেট্রো-ট-২২-৭৫৬৯, যার চেচিস নং- MAT3950 2012R20428, ইঞ্জিন নং- B591451081H63724260, এর ভিতরে থাকা পাথরের নিচে (পাথরের স্তর অনুমান ৩ ইঞ্চি হবে) ত্রিপল দিয়ে মোড়ানো কথিত ভারতীয় ২০০ (দুইশত) বস্তা চিনি, প্রত্যেক বস্তার গায়ে ইংরেজিতে WHITE CRYSTAL SUGAR OF ORIGIN INDIA, DOUBLE SULPHI TATION, SHRI DUTT INDIA PRIVATE LIMITED সহ আরো অনেক ইংরেজি শব্দ লেখা আছে। প্রতি বস্তায় অনুমান ৪৯ (উনপঞ্চাশ) কেজি করে (৪৯×২০০)=৯৮,০০/- (নয় হাজার আটশত) কেজি ভারতীয় চিনি, প্রতি কেজি চিনির আনুমানিক বাজার মূল্য ১২০/- টাকা করে সর্বমোট মূল্য (৯৮০০×১২০)=১১,৭৬,০০০/-(এগারো লক্ষ ছিয়াত্তর হাজার) টাকা, খ) ০১ (এক) টি Symphony Analock মোবাইল সেট, যার ভিতরে একটি সিম রয়েছে, যা আসামী ১। মোঃ সালাউদ্দিন (২৮) এর ব্যবহৃত, ক) নং ক্রমিকে বর্ণিত আলামতসমূহ ধৃত আসামী ১। মোঃ সালাউদ্দিন (২৮), পিতা- দুরুল হুদা, সাং-বেলপুকুরিয়া, ডাক-জামিরা, থানা-বেলপুকুর, জেলা-রাজশাহী (ড্রাইভার), ২। মোঃ মহাশিন (২৪), পিতা-মৃত আফাজ উদ্দিন, সাং-বহরমপুর, পোষ্ট-দূর্গাপুর, থানা-দূর্গাপুর, জেলা-রাজশাহী (হেলপার) দ্বয় এর হেফাজত হতে উদ্ধারপূর্বক ১৪/০৬/২০২৪খ্রিঃ তারিখ ১৬.১৫ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন। উক্ত বিষয়ে শাহপরাণ (রহঃ) থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত