জেলা গোয়েন্দা শাখা, নাটোর।
ডিবি (ডিটেক্টিভ ব্রাঞ্চ) নাটোর, সমগ্র নাটোর জেলা ব্যপী কাজ করে থাকে। জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা যেমন- খুন, ডাকাতি, ছিনতাই, সংঘবদ্ধ চক্র সহ বিভিন্ন ধরনের রহস্যজনক ঘটনা নিয়ে কাজ করে থাকে। এছাড়া অগ্রীম গোয়েন্দা তথ্যের ভিক্তিতে অবৈধ অন্ত্র, গোলাবারুদ, মাদক, বিভিন্ন সন্ত্রাসী গ্রুপদের বিরুদ্ধে অভিযান পরিচালানা করে জেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
প্রতিবন্ধী অটোচালকের ছিনতাইকৃত অটোরিকশা ও মোবাইল ফোন উদ্ধারপূর্বক বিজ্ঞ আদালতের নির্দেশক্রমে অদ্য ০৫ জুন, ২০২৪ তারিখ ভিকটিম মোঃ মুন্না (১৮), পিতা-মোঃ সাইদুল, সাং-কাঠুয়াগাড়ি, থানা-নলডাঙ্গা, জেলা-নাটোর এর নিকট তার পরিবারের উপস্থিতিতে জিম্মায় প্রদান করেন পুলিশ সুপার নাটোর মহোদয়।
এসময় জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে উক্ত ছিনতাইয়ের ঘটনায় নাটোর ডিবি কর্তৃক ছিনতাই চক্রের ০৪ সদস্য গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
(বাংলাদেশ পুলিশ)
একজন পুলিশ বাহিনী সে যেখানেই থাকুক না কেন, মানুষ যদি কোন বিপদে পড়ে তাহলে তারা সেখানে উপস্থিত হয়ে যায়। সব পুলিশদের পোশাক থাকে একরকম যাতে বুঝা যায় তারা পুলিশ বাহিনীর সেনা। আমাদের মাঝে এমন অনেক মানুষ রয়েছে যারা পুলিশকে ভয় পায়। পুলিশকে ভয় পাওয়ার কিছু নেই যদি কোন অপরাধ দেখেন তাহলে পুলিশকে খবর দেন।