
কুষ্টিয়া অফিসঃ
কুষ্টিয়া জেলার, কুমারখালি উপজেলা যুবলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম ও তার ছেলে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফরহাদ হোসেন (পাপ্পু) বাব বেটা অদৃশ্য ক্ষমতা বলে এখনো ধরাছোয়ার বাইরে! চালিয়ে যাচ্ছে নানা অপকর্ম, এবং গোপনীয়তা রক্ষা করে থানা যুবলীগের দল সক্রিয় করা সহ, দলের বিভিন্ন দায়িত্ব পালন করছেন রাতের আধারে।
নামধারী কিছু বিএনপি নেতাদের খুবই আপনজন এবং আস্থাভাজন বলে নিজের অবস্থান শক্ত বলে অনেকের নিকটে দাবি করছেন।
এই বিষয় নিয়ে অনুসন্ধান শুরু করলে, অনেক নামধারী বিএনপি নেতারা ও ছাফাই গাইছেন নজরুল ইসলাম এবং তার ছেলে পাপ্পুর বিষয়ে।
অনুসন্ধানে জানা যায়, নজরুল ইসলাম কুমারখালি উপজেলার ৯ নং চাঁদপুর ইউনিয়নের ধলনগর গ্রামের বাসিন্দা। কিন্তুু ৫ আগস্ট ফ্যাসিবাদি শেখ হাসিনা সরকার পতনের পর, পার্শ্ববর্তী ইবি থানার হরিনারায়ণপুর ভাড়া বাসাতে অবস্থান করছেন।
সরকার পতনের পর কিছুদিন আত্মগোপনে থাকলেও বর্তমানে প্রকাশ্যে চলাফেরা সহ দলীয় সকল কার্যক্রমে অর্থ যোগান সহ প্রকাশ্যে দলীয় কার্যক্রম পরিচালনা করছে।
ইতিমধ্যে কুমারখালী উপজেলার ৯ নং চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থিতা ঘোষণা করেছেন নিজেকে।
নজরুল ইসলাম এর ছোটো ভাই, পুলিশের সাব ইনস্পেকটর (এসআই) হিসেবে কর্মরত আছেন, যশোর জেলা পুলিশে। বিভিন্ন সময়ে, পুলিশ কর্তা ভাইয়ের ভয় দেখিয়ে এলাকাবাসীকে নিজের অবস্থান ও জানান দিতে ভুল করেন না।
এখন প্রশ্ন হল বাপ বেটার এই অদৃশ্য ক্ষমতার খুটির জোর কোথায়?
বিস্তারিত আরো জানতে চোখ রাখুন, দৈনিক নবদেশ২৪ পত্রিকার
দ্বিতীয় পর্বে….