মাহমুদুল হাসান শান্ত
রাজনীতির চাল কী জটিল ও কঠিন,
শক্তির প্রভাবে নীতি হয় ক্ষীণ।
ক্ষমতার লড়াইয়ে চলে কৌশলের পর,
সাধারণের জীবন হয় যে চুপচাপ ভর।
কে কাকে মেরে খাবে, কে কাকে রুখবে,
আলো আঁধারে দেশের ভবিষ্যৎ ঢুলবে।
জনতার স্বপ্ন, হয়ত পূরণ হবে,
নাকি কেবলই ক্ষমতার ভোগে যাবে ভবে।
দেশের জন্য চাই সেই সৎ মানুষ,
যার হৃদয় শুধু জনগণের আবেগে ফুরফুর।
যার শপথে গড়া এক উন্নতির বাঁধ,
তার কাজেই গড়ে উঠবে দেশের সুস্বাদ।
ক্ষমতার মোহ যদি হয় পরিহার,
দেশটা হবে এক সুন্দর স্থিরবার।
সেই দিনের অপেক্ষা করি সবাই,
যেখানে শুধু থাকবে জনগণের ঠাঁই।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত