স্টাফ রিপোর্টার,ঈদগাঁও
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভোট গ্রহন আগামী ২১মে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে পছন্দের প্রার্থীকে নিয়ে উন্মাদনা। চলছে নানান হিসেব নিকেশ। তবে ভোটের সমীকরণে অপর প্রার্থীদের চেয়ে এগিয়ে রয়েছেন আবু তালেব।ঈদগাঁও উপজেলা নির্বাচনে চেয়ারম্যানের পদে টেলিফোন প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেই যাচ্ছেন সাবেক সফল ছাত্রনেতা,উপজেলা আওয়ামী লীগের সভাপতি, ৪০ বছর ধরেই রাজনৈতিক মাঠে বিচরন করা একজন সংগ্রামী সফল নেতা আবু তালেব।বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ভোটের মাঠে প্রচার-প্রচারণায় উপজেলার বিভিন্ন হাটবাজার ও গ্রামে প্রার্থীদের পোস্টার-ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে প্রার্থী ও তাদের সমর্থকদের ডিজিটাল প্রচার প্রচারণা। গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে চলছে প্রার্থীদের গণসংযোগ ও পথসভা। চায়ের টেবিল থেকে শুরু করে সর্বত্র এখন নির্বাচনের ভোট নিয়ে আলোচনা। প্রার্থী ও তাদের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটার দের মন জয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইউপির নির্বাচিত জনপ্রতিনিধি,বিভিন্ন ব্যাচের প্রতিনিধি টিমসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা কাজ করে যাচ্ছেন।
গ্রামীণ জনপদের স্থানীয় ভোটার সূত্রে জানা যায়, টেলিফোন প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আবু তালেব এগিয়ে রয়েছেন মাঠের জরিপে।
★তাদের মতে, কোন প্রকার হস্তক্ষেপ ছাড়া যদি সুষ্ঠু ভোট হয় তাহলে অনেক ব্যবধানে বিজয়ী হবেন তালেব।সাধারণ ভোটারেরা জানান, মো : আবু তালেব ব্যক্তিগত,সামাজিক,রাজনৈতিক ইমেজ কাজে লাগিয়ে ভোটারদের কেন্দ্রমুখীই করতে পারলে বিজয়ের সম্ভাবনা উড়িয়ে দেয়া যাবেনা কিন্তু।
★তালেব একজন মেধাবী মানুষ। দক্ষ ও শিক্ষিত।১৯৮৫ ব্যাচের শিক্ষার্থী। এলাকার সব শ্রেণীর মানুষের সাথে তার রয়েছেন গ্রহণযোগ্যতা এবং জন সমর্থন। উপজেলা চেয়ারম্যানের চেয়ারটি অতীব গুরুত্বপূর্ণ। উপজেলার আওতাধীন বিভিন্ন অফিসে উচ্চশিক্ষিত অফিসারগণ দায়িত্বে থাকবে। তাদেরকে যোগ্যমত পরিচালনা করতে হবে। সেক্ষেত্রে একজন দক্ষ ও শিক্ষিত মানুষের প্রয়োজন উপজেলা ★চেয়ারম্যান পদে। এটি আবু তালেবের পক্ষে সম্ভব।
নির্বাচনে বিজয়ের ব্যাপারে আবু তালেব বলেন, আমি ঈদগাঁওবাসীর জন্য সব সময় নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছি। সুখে-দুঃখে আর আপদে বিপদে সাধারণ মানুষের পাশে ছিলাম ও আছি। ★ এবার উপজেলাবাসীর ইচ্ছে পূরণ করার জন্য আমি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। তাদের ঘামের মূল্য দেয়ার জন্য তাদের কাতারে এসে দাঁড়িয়েছি। আল্লাহ্ সহায় হলে জনতার রায় নিয়ে ঈদগাঁওবাসীর পাশে থেকেই সেবায় নিজেকে নিবেদিত করবো।