প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ৭:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৩, ১১:৪৩ পূর্বাহ্ণ
চুয়াডাঙ্গায় নির্বাচনী আচরণবিধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা জেলার সংসদীয় আসনগুলোতে ইসি নির্দেশিত নির্বাচনী আচরণবিধি পরিপালনের লক্ষ্যে এবং সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার বিষয়ে এ সভা আয়োজন করা হয়।
এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রিটার্নি কর্মকর্তা, জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।
এছাড়া পুলিশ সুপার ফয়জুর রহমানসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সমসয় তিনি সকল প্রার্থীকে নির্বাচনী আচরনবিধি মেনে চলার আহবান জানান।
এছাড়া সভায় প্রতিপক্ষের কমী-সমর্থকদের ওপর হামলা-মামলা, পোস্টার ছিড়ে ফেলা, হুমকি প্রদানসহ বিভিন্ন বিষয় উঠে আসে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সকল প্রার্থী ও তাদের কর্মীদের আচরনবিধি মেনে চলতে হবে। আইন-শৃঙ্খলাবাহিনী তৎপর রয়েছে বলে জানানো হয়।
সভায় চুয়াডাঙ্গা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালাসহ অন্যান্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত