দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা জেলার সংসদীয় আসনগুলোতে ইসি নির্দেশিত নির্বাচনী আচরণবিধি পরিপালনের লক্ষ্যে এবং সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার বিষয়ে এ সভা আয়োজন করা হয়।
এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রিটার্নি কর্মকর্তা, জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।
এছাড়া পুলিশ সুপার ফয়জুর রহমানসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সমসয় তিনি সকল প্রার্থীকে নির্বাচনী আচরনবিধি মেনে চলার আহবান জানান।
এছাড়া সভায় প্রতিপক্ষের কমী-সমর্থকদের ওপর হামলা-মামলা, পোস্টার ছিড়ে ফেলা, হুমকি প্রদানসহ বিভিন্ন বিষয় উঠে আসে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সকল প্রার্থী ও তাদের কর্মীদের আচরনবিধি মেনে চলতে হবে। আইন-শৃঙ্খলাবাহিনী তৎপর রয়েছে বলে জানানো হয়।
সভায় চুয়াডাঙ্গা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালাসহ অন্যান্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।