কুষ্টিয়া আ.লীগ নেতাদের সঙ্গে ভার্চুয়াল নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুষ্টিয়াসহ ছয় জেলার আওয়ামীলীগ নেতাকর্মীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচনী জনসভা করেছেন। শনিবার বিকেল চারটায় কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে দুপুর থেকেই সেখানে জড়ো হতে থাকেন
আওয়ামী লীগ নেতাকর্মীরা। বিকাল চারটার আগে কাণায় কানায় পূর্ণ হয়ে যায় পাবলিক লাইব্রেরীর মাঠ। সভায় প্রধানমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল ইনুর উদ্দেশ্যে রসিকতা করে বলেন, খেয়াল রাখবেন ইনু ভাই, যেন নৌকা থেকে দৌল খেয়ে পড়ে না যান। জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রতিটি জায়গায় আমরা উন্নয়ন করেছি।
উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে। আজ বিএনপি নির্বাচনে আসেনি। তারা ভোট ঠেকানোর নামে ২০১৩-১৪ সালে যে অগ্নিসন্ত্রাস করেছিল, সেই ভয়ংকর রূপ নিয়ে আবার মাঠে নেমেছে। শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে হয় জেলার জনসভায় ভার্চুয়ালি অংশ নিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, নেত্রকোনা, বরগুনা ও রাঙ্গামাটি জেলার জনসভায় বক্তব্য দেন তিনি। তিনি বলেন, মাত্র কয়েকদিন আগে রেলে আগুন দিলো, ফিশপে-টখুলে ফেলল, রেলের বগি পড়ে সেখানে একজন মারা গেল। বাসে আগুন দিচ্ছে, ঘুমিয়ে থাকা হেলপার মারা গেল।
ঠিক এভাবে আবার তারা অগ্নিসন্ত্রাস শুরু করেছে। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মাহবুবউল আলম হানিফ, কুষ্টিয়া-২ আসনে জাসদ মনোনিত প্রার্থী ও দলের সভাপতি হাসানুল হক ইনু, কুষ্টিয়া-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ ক ম সরওয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ আসনে আওযামী লীগ মনোনীত প্রার্থী সেলিম আলতাফ জর্জ, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সদর থানা আওয়ামীলীগের সভাপতি আক্তারুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম ও শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খানসহ জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান ও সাধারণ সম্পাদক আজগর আলী। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে সভাপতি সদর উদ্দিন খান বলেন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ বর্তমানে অত্যন্ত শক্তিশালী ও সুসংগঠিত। কুষ্টিয়াতে আপনি যে উন্নয়ন করে দিয়েছেন, সেই উন্নয়ন মাহবুবউল আলম হানিফ বাস্তবায়ন করেছেন। কুষ্টিয়াবাসী সব সময় আপনার কথা মনে করে।
তিনি আরো বলেন, ২০০৮ সাল থেকে এখন পর্যন্ত কুষ্টিয়াতে কোন আগুন সন্ত্রাস বা সন্ত্রাসী কর্মকান্ড হয় নাই। এক সময় এই কুষ্টিয়া ছিলো সন্ত্রাসের অভয়ারোণ্য। হানিফ এমপির নেতৃত্বে আমরা তা উৎখাত করতে সক্ষম হয়েছি। সাধারণ সম্পাদক আজগর আলী বলেন, ৫২ বছর আগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে দেশের মাটি ও মানুষের মুক্তির জন্য জীবনবাজি রেখে অস্ত্র হাতে তুলে নিয়ে যুদ্ধে নেমেছিলাম।
আপনাকে সামনে পেয়ে ৫২ বছর পরে আজ সেই দিনের কথা মনে হচ্ছে। তিনি বলেন, যারা অশুভ শক্তি এই দেশটাকে বিশ্বাস করে নাই, এই জাতিকে যারা বিশ্বাস করে নাই, মোনাফেক জামায়াত-শিবিরের জায়গা পাকিস্থান, আপনার নেতৃত্বে আমরা তাঁদের পাকিস্থানে পাঠানোর ব্যবস্থা করতে পারি।