মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামীলীগসহ ৪ প্রার্থী
চুয়াডাঙ্গা -১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামীলীগসহ ৪ প্রার্থী
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গতকাল বেলা ১২টার দিকে উৎসবমুখর পরিবেশে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের কাছে এ মনোনয়নপত্র জমা দেন তিনি। এর পর একে একে মনোনয়নপত্র জমা দেন তৃণমূল বিএনপি’র প্রার্থী তাইজাল হক, স্বতন্ত্র প্রার্থী এম শহিদুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী সাবেক যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদিন খোকন।
মনোনয়ন জমা শেষে দুপূর ১টার দিকে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মতবিনিময়
সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুসার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আমি লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্নসাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম টোটন জোয়ার্দ্দার, সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমঙ্গীর হান্নান, মাসুদুজ্জামান লিটু বিশ্বাস,সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদব শহিদুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগ নেতা গরিব রুহানি মাসুম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টারের পরিচালনায় আরো বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি আলাউদ্দিন হেলা, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সাবেক জেলা যুবলীগের আহবায়ক আরেফিন রন্জু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, সাবেক প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু কালিদাসপুর চেয়ারম্যান আসাদুল হক মিকা, ডাউকি ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, ভাংবাড়িয়া ইউপি চেয়ারম্যান সোহানুর রহমান, পৌর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ডা.অমল কুমার বিশ্বাস, সহ-সভাপতি আমিনুল ইসলাম অপু মোল্লা, দপ্তর সম্পাদক মাসুদ সালেহিন উৎপল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলাল, সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার সামিম, আলমডাঙ্গা সরকারি কলেজের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম, ছাত্রলীগ নেতা বাদশা, সাকিব, অটল, রকি,