উপজেলা চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করলেন মোস্তফা আরিফ রেজা মন্নু
প্রথম বারের মতো উপজেলা চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন শৈলকুপা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নু।
বুধবার (১২জুন) সকাল ১১টায় খুলনা বিভাগীয় কার্যালয়ে বিভাগীয়ও কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ, খুলনা বিভাগের দশটি জেলার (ঝিনাইদহ , কুষ্টিয়া , যশোর, বাগেরহাট, সাতক্ষীরা,মাগুরা,মেহেরপুর, খুলনা,নড়াইল, চুয়াডাঙ্গা ) মোট ২৪ জন উপজেলা চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান। এ ছাড়াও এ সময় নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
শপথ গ্রহণ অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত বক্তব্যে প্রথমবারের চেয়ারম্যান নির্বাচিত হয়ে মোস্তফা আরিফ রেজা মন্নু প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা এবং আমার শৈলকুপাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শৈলকুপার মানুষ আমাকে ভালোবাসে। তারা নিজের আমানত ভোট দিয়ে জয়ী করেছে। আমি যেভাবে তাদের পাশে থেকে কাজ করেছিলাম এখনো তাই করব। এই জয় আমার একার নয়, এই জয় শৈলকুপা উপজেলাবাসীর।
এ জয়ের মাধ্যমে আমি মানুষের কল্যাণময় কাজের জন্য নিজেকে বিলিয়ে দিতে চাই।
শপথগ্রহণ অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, দেশের উন্নয়ন ও মানুষের সেবা করাই সবার লক্ষ্য হওয়া উচিত। জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে কোনো বিরোধ নেই। সবাই একসঙ্গে কাজ করলে অনেক অসাধ্য সাধন করা সম্ভব। গত ১৫ বছরে দেশের আর্থ-সামাজিক অবস্থার অনেক ইতিবাচক পরিবর্তন হয়েছে। মানুষের জীবনযাত্রার মান বেড়েছে। কিন্তু সমাজের অসংগতি এখনো দূর হয়নি। তাই জনপ্রতিনিধিগণকে সমাজের অনিয়ম, দুর্নীতি, মাদক, বাল্যবিবাহসহ সামাজিক অবক্ষয় রোধে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে।
সঠিকভাবে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থার প্রতিফলন ঘটানোর জন্য তিনি জনপ্রতিনিধিগণের প্রতি আহবান জানান।