মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ১৮,৫৬৬ টি ভূমিহীন, গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয়
“মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার”
আজ ১১ জুন/২০২৪ (মঙ্গলবার) জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি কর্তৃক ভার্চুয়ালি ১৮,৫৬৬ টি ভূমিহীন, গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে যোগদান করেন নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয়। জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুশাসন ” মুজিববর্ষে বাংলাদেশে একটি পরিবার ও গৃহহীন থাকবেনা।” এর ধারাবাহিকতায় লোহাগড়ায় ২১৭টি, নড়াইল সদরে ২৮৭ টি সহ পাঁচটি ধাপে জেলায় মোট ১,০১৯ টি ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রদানের মাধ্যমে জেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত হলো।
নড়াইল সদর ও লোহাগড়া উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারদের পুনর্বাসনের লক্ষ্যে পঞ্চম ধাপে দুই শতক করে কৃষি খাসজমির উপর নির্মিত ২১৩ টি ঘর হস্তান্তরের মাধ্যমে জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত নড়াইল জেলা হিসাবে ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, এমপি।
আশ্রয়ণ-২ প্রকল্পের পঞ্চম পর্বের দ্বিতীয় ধাপে ১৮,৫৬৬টি গৃহ ও ভূমিহীন পরিবারকে বাড়ি হস্তান্তরের পাশাপাশি তিনি ২৬ জেলার সব উপজেলাসহ আরও ৭০টি উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নড়াইল সহ নতুন ভূমি ও গৃহহীন মুক্ত জেলা ও উপজেলা নিয়ে সারাদেশে জেলার মোট সংখ্যা দাঁড়ালো ৫৮টি এবং উপজেলা হলো ৪৬৪টি। সারা দেশে আশ্রয়ণ-২ প্রকল্পের প্রথম ধাপে ৬৩ হাজার ৯৯৯টি, দ্বিতীয় ধাপে ৫৩ হাজার ৩৩০টি, তৃতীয় ধাপে ৫৯ হাজার ১৩৩টি এবং চতুর্থ ধাপে ৩৯ হাজার ৩৬৫টি বাড়ি বিতরণ করেন।
এ সময় জনাব মোঃ হেলাল মাহমুদ শরীফ, মাননীয় বিভাগীয় কমিশনার, খুলনা মহোদয়; জনাব মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, সুযোগ্য জেলা প্রশাসক, নড়াইল মহোদয়; ডাঃ সাজেদা বেগম পলিন, সিভিল সার্জন, নড়াইল; জনাব বিকাশ চন্দ্র দাস, জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নড়াইল; বীর মুক্তিযোদ্ধাগণ সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।