রাসেল বিশ্বাস
স্টাফ রিপোর্টার
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় স্মার্ট ভূমিসেবা সপ্তাহ-২০২৪, উদ্বোধন করেছেন।
৮ জুন শনিবার সকাল সাড়ে দশটায় উপজেলা ভূমি অফিস চত্বরে এই উদ্বোধনী অনুষ্ঠান করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানের সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি এম কুদরত-এ খুদা।
প্রথমে কিতা, বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয়। পরে
এক বর্ণাঢ্য র্যালি বের করেন। ভূমি অফিস চত্বর থেকে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
পরে উদ্বোধনী সভায় মিলিত হন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্য বলেন, স্মার্ট ভূমি সেবা পেতে হলে ঘরে বসেই ভূমি সম্পর্কিত সকল সেবা নিতে পারবেন। তারপরেও যদি কোন বিষয়ে আপনাদের অজানা থাকে অবশ্যই ভূমি অফিস আপনাদের জন্য সার্বক্ষণিক উন্মুক্ত থাকবে। অফিসারদের সেবার মাধ্যমে সরকারের সাফল্য অর্জিত হবে। এজন্য সকল তশিলদার তারা যেন গ্রাহকদের সঙ্গে ভালো ব্যবহার করা সহ সেবার মান নিশ্চিত করেন সেই নির্দেশনা দেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন, ভাংগা থানা অফিসার ইনচার্জ মামুন আল রশিদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা হাচেন উদ্দিন, কৃষি কর্মকর্তা জীবাংশু দাস, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা তরুণ কুমার পাল, ভাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ শামীম, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবিন সাহা, এলজিআরডি কর্মকর্তা শাহ আলম মিয়া, একাডেমিক সুপারভাইজার প্রহলাদ বিশ্বাস, বড়বাবু মোহাম্মদ জামাল উদ্দিন, প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিরা, তখন প্রধান অতিথি একটি আমের চারা রোপন করেন।