ববি প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সরাসরি কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রাপ্তদের নিয়ে গঠিত হয়েছে ‘ডিরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশন’।
রোববার (২ জুন) বিশ্ববিদ্যালয়ের ছয় দফা বেদীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা অর্পণের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটে সংগঠনটির।
এর আগে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ববির অর্থ ও হিসাব পরিচালক দপ্তরের উপপরিচালক সুব্রত কুমার বাহাদুরকে সংগঠনটির আহ্বায়ক এবং পরীক্ষা নিয়ন্ত্রক অধিদপ্তরের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সাযযাদ উল্লাহ মো. ফয়সালকে সদস্য-সচিব করে ১৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনের অন্যান্য সদস্যরা হচ্ছেন-প্রধান প্রকৌশলীর কার্যালয়ের উপপ্রধান প্রকৌশলী মো. মুরশীদ আবেদীন। পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান। রেজিস্ট্রার কার্যালয়ের উপ-রেজিস্ট্রার তামান্না শারমিন। প্রধান প্রকৌশলীর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মামুন অর রশিদ। শারীরিক শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক সেলিনা বেগম। পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের সহকারী পরিচালক আবু হাছান। রেজিস্ট্রার কার্যালয়ের।রেজিস্ট্রার কার্যালয়ের সহকারী রেজিস্ট্রার সুব্রত বাড়ৈ। বিজনেস স্টাডিজ অনুষদের সহকারী রেজিস্ট্রার দুলসাদ বেগম বীথি। পরীক্ষা নিয়ন্ত্রক অধিদপ্তরের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ জাকির হোসেন। অর্থ ও হিসাব পরিচালক দপ্তরের সহকারী পরিচালক মোজাম্মেল হক। শেরে-বাংলা হলের সহকারী রেজিস্ট্রার মো. জসিম উদ্দিন। টিএসসির সেকশন অফিসার মো. রফিকুল ইসলাম সেরনিয়াবাত এবং রেজিস্ট্রার কার্যালয়ের স্টোর অফিসার মো. জাহাঙ্গীর আলম রাহাত।
সংগঠনের নবনিযুক্ত আহ্বায়ক সুব্রত কুমার বাহাদুর বলেন, আমাদের লক্ষ্য অফিসারদের দাবি দাওয়া বাস্তবায়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও পারস্পরিক সম্পর্কের উন্নয়ন ঘটানো।
# তপু ( ০১৬০৩৩৬৪৫৯৮)