(অভয়নগর ও বাঘারপাড়া) উপলক্ষে যশোর জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে আইন-শৃঙ্খলা বাহিনীর নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত।
অদ্য ২৮/০৫/২০২৪খ্রিঃ সকাল ০৯.০০ ঘটিকায় আগামীকাল ২৯শে মে ২০২৪খিঃ অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন(অভয়নগর ও বাঘারপাড়া) উপলক্ষে নির্বাচন ডিউটিতে নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর(পুলিশ ও আনসার )সকল পদমর্যাদার সদস্যদের নিয়ে পুলিশ লাইন্সে এক নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচনী ব্রিফিং এ সভাপতিত্ব করেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়।
সম্মানিত পুলিশ সুপার মহোদয় আগামীকাল ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪খ্রিঃ অবাধ, সুষ্ঠু, নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত করতে নির্বাচন ডিউটিতে কর্মরত সকল আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিকনির্দেশনা দেন।
এসময় সম্মানিত পুলিশ সুপার মহোদয় সাংবাদিকদের সাথেও মতবিনিময় করেন। তিনি বলেন, আপনারা ইতিমধ্যেই দেখেছেন ১ম ও ২য় ধাপ উপজেলায় অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং আমরা আশা করছি আগামীকালের নির্বাচনও অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।
সে ব্যাপারে আমাদের পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
তিনি আরো বলেন, ধাপে ধাপে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোট কেন্দ্র ও নির্বাচনী এলাকায় পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন করা সম্ভব হয়েছে। এবার অভয়নগর ও বাঘারপাড়া উপজেলায় দুই হাজার পুলিশ সহ জেলা প্রশাসন,আনসার, বিজিবি, RAB, সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্য সর্বমোট পাঁচ হাজারের বেশি সদস্য মোতায়েন থাকবে।
এবারের নির্বাচনকে কেন্দ্র করে মোবাইল ও স্টাইকিং পার্টি বাড়ানো হয়েছে। এক কথায় নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে নির্বাচনী দুটি উপজেলা।
এরপরেও যদি কেউ নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে বিনষ্ট করতে চেষ্টা করে তাহলে কঠোর ও কঠিন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন।
উক্ত ব্রিফিং অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দুটি উপজেলায় দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার, সিনিয়র জেলা নির্বাচন অফিসার, আনসার এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত